পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর
০১: ম্যান্ডারিন চাইনিজ
বিশ্বে ১,১২০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, চীন, মালয়েশিয়া, তাইওয়ান এবং সিংগাপুরে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০২: ইংলিশ
বিশ্বে ৫১০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে ই্উ. এস. এ, ইউ. কে, অষ্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৩: হিন্দি
বিশ্বে ৪৯০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ভারতে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৪: স্প্যানিশ
বিশ্বে ৪২৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, দক্ষিণ ও মধ্য আমেরিকা, ই্উ. এস. এ, স্পেনে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৫: আ্যরাবিক
বিশ্বে ২৫৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, মধ্য প্রাচ্য, আরব, আফ্রিকার উত্তরাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৬: রাশিয়ান
বিশ্বে ২৫৪ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, রাশিয়া এবং মধ্য এশিয়াতে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৭: পর্তুগিজ
বিশ্বে ২১৮ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ব্রাজিল, পর্তুগাল, এবং আফ্রিকার দক্ষিণাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৮: বাংলা
বিশ্বে ২১৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্ছলে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
০৯: মালয়
বিশ্বে ১৭৫ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিংগাপুরে ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
১০: ফ্রেন্চ
বিশ্বে ১৩০ মিলিয়ন মানুষ এই ভাষা ব্যবহার করে, ফ্রান্স, কানাডা, পশ্চিম ও মধ্য আফ্রিকায় ভাষাটি বেশী ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: Ask Me Anything, Every Fact You Ever Wanted To Know
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।