আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ রিয়াদের

ইংল্যান্ড সফরে হেরেই চলেছে 'এ' দল। এ নিয়ে ভীষণ চিন্তিত নির্বাচক প্যানেল। চিন্তিত জাতীয় দলের ক্রিকেটাররাও। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া দলের এমন লজ্জাজনক পারফরম্যান্সের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ক্রিকেটাররা। খুঁজে পাননি জাতীয় দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও।

ইংল্যান্ড সফরের সতীর্থরা ব্যর্থ। কিন্তু ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ক্রিকেটাররা। অনুশীলনে ব্যাটিং, বোলিং করছেন রিয়াদরা। তবে ৩০ জুন ক্যাম্প শুরুর পর ক্রিকেটাররা অধিকাংশ সময়ই পার করেছেন ফিটনেস ট্রেনিং করে। এতে উপকার পাচ্ছেন ক্রিকেটাররা।

সেটা স্বীকারও করেছেন রিয়াদ। তবে নিজেকে ফিরে পেতে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছেন টাইগার সহ অধিনায়ক।

অক্টোবরের প্রথম সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলতে ঢাকায় আসছে ব্ল্যাক ক্যাপসরা। সিরিজে প্রথম টেস্ট থেকেই খেলতে চান রিয়াদ। কেননা অফ ফর্মের জন্য খেলেননি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট।

এবার প্রথম টেস্ট থেকেই খেলতে চান, 'জিম্বাবুয়ের বিপক্ষে আমি শেষ টেস্ট খেলিনি। আমি একাদশে ফিরতে চাই। টার্গেট ধারাবাহিকভাবে পারফরম করা। ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করছি। ' কিউইদের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটিং নিয়ে, 'অনুশীলনে বাড়তি জোর দিয়েছি ব্যাটিংয়ে।

টেস্টে শেষ তিন-চারটা ইনিংস ভালো হয়নি। বল ছাড়ার ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বড় ইনিংস খেলতে হবে। বোলিং নিয়ে সাকলাইন মুস্তাকের সঙ্গে যে কাজ করেছিলাম, সেগুলো ঝালাই করে নিচ্ছি। ' ফিটনেস ক্যাম্প নিয়ে বলেন, 'মাশরাফি ভাইসহ অনেকেই মুটিয়ে গিয়েছিলেন।

দেড় মাসের ফিটনেস ক্যাম্পের ক্রিকেটারদের সবাই এখন ভালো অবস্থানে রয়েছেন। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।