আমাদের কথা খুঁজে নিন

   

হামছে বড়া কৌন হ্যায়

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল খামচা মেরে ধরতে চায় গাছের উচু ডাল যদিও তার সেই পরিধি হয়নি এতকাল। নিজের যত যোগ্যতা আর অভিজ্ঞতা আছে অন্য কেহ নয়তো সমান বলে লোকের কাছে। হামছে বড়া কৌন হ্যায় ভাবে সংগোপনে বড়দেরে দেয়না তাজিম গর্ব মনে মনে। নিজকে ভাবে সবার চেয়ে মস্ত জ্ঞানী গুণী অন্যদেরে মনে করে ছোট্ট টুনাটুনি। বড়দেরে শ্রদ্ধা এবং ছোটদেরে স্নেহ নাইবা করে দম্ভ ভরে ফুলায় বুক আর দেহ। প্রভুর কাছে সবাই সমান নিজকে যতই ভাবেন বড়ো দম্ভ ছেড়ে ফুলের মতো জীবনটাকে গড়ো। তবেই পাবে ইহকালে শান্তি অফুরান পরকালেও মুক্তি দিবেন আল্লাহ মহিয়ান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।