সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে যদি গ্রামীণফোনের কোনো কর্মকর্তা জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডারস ইয়েনসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, "অনিয়মের মাধ্যমে কিছু অবৈধভাবে ভিওআইপি ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। "
বিষয়টি তার নিজেরও অগোচরে ছিল বলে বিবৃতিতে ইয়েনসেন দাবি করেন।
তিনি বলেন, "আমরা পুরো বিষয়টির মূল খুঁজে বের করতে চাই।
একইসঙ্গে আমি নিশ্চয়তা দিচ্ছি, গ্রামীণফোনের কেউ যদি এতে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। "
একইসঙ্গে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে সহায়তা দেয়া হবে বলেও জানান ইয়েনসন।
গ্রামীণফোনের কর্মকর্তা বলেন, "সর্বসাম্প্রতিক ঘটনায় আমি বিস্মিত হয়েছি। তবে এসব ঘটনা ঘটেছে আমার দায়িত্ব নেয়ার আগে। "
একইসঙ্গে ইয়েনসেন বলেন, "স্পষ্টতই ভিওআইপি সংক্রান্ত সব তথ্য আমাকে জানানো হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে জানিয়েছিল, এ সংক্রান্ত সব জটিলতার অবসান হয়েছে। "
বৃহস্পতিবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আর্থিক লেনদেন ও কারিগরি তথ্যসংক্রান্ত বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করেছে র্যাব। দেশে গত কয়েক বছর অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-এর (ভিওআইপি) যে ব্যবসা চলেছে তার যোগসূত্র খুঁজতেই দৃশ্যত এই অভিযান চালানো হয়েছে।
প্রায় একই সময়ে অ্যাকসেসটেল নামে একটি ব্রডব্যান্ড সেবাদানকারী কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র্যাব। গ্রামীণফোনের কাছ থেকে ই-ওয়ান সংযোগ নিয়ে এই প্রতিষ্ঠানটি অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করেছিল বলে র্যাব কর্মকর্তারা জানান।
গ্রাহক সংখ্যার ভিত্তিতে দেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে ইতিমধ্যে ১৬৮ কোটি টাকা জরিমানা পরিশোধ করেছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) কোম্পানিটিকে এই জরিমানা করে।
এটা আবার কোন ফন্দি??
সূত্রঃ বিডিনিউজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।