মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন।কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক। সকলকে শুভেচ্ছা
অপেক্ষা
নািহদ
আজও সেই সব দুঃস্বনে ভরা
স্মৃতি নিয়ে খুজে ফিরি তোমায়।
তুমি ফিরে আসবে বলে গিয়েছিলে
রাজপথে খরদুপুরে জনস্রোতে।
বকুল ফুল ঝরে ছিল সেদিন
নিঃশব্দ নিশ্চুপ ছিল কোকিল
তোমার অপেক্ষায় বিজয় গানে ;
শিমুল ফুল আজও ফুটে সব
রক্তক্ষরণ হৃদয় নিয়ে ,
হয়েছে বিজয়, ধ্বনিত হয়েছে গান ,
তবুও ফেরেনি তোমার স্বপ্ন
এই বাংলা মাঝে,এখনো
হয়নি আজ তোমার স্বপ্নের
সোনার বাংলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।