বহুদিন আগে ভালোবেসে দেয়া তোমার বকুলগুলো,
উপহাস করে প্রতিনিয়ত এই আমায়!
আজ তারা বইয়ের ভাঁজে বন্দি;
মিইয়ে গেছে তার পাঁপড়িগুলো।
তোমার ভালোবাসার ব্যাকুলতা আর
মায়াময় হাতের স্পর্শে একদা ছিল সজীব ।
কেমন আছো তুমি?
খুব জানতে ইচ্ছা করে ইদানীই ।
বয়স এসে হয়ত হানা দিয়েছে চুপিসারে!
ভাটা পড়েছে কি যৌবন জোয়ারে?
লোভী আমি আজো পথ চেয়ে থাকি........
বাঁসি কিছু বকুল ফুল আর –
সিক্ত চোখের অস্পস্ট দৃষ্টিতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।