আমাদের কথা খুঁজে নিন

   

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত

প্লাস-মাইনাস দেওয়া যে কোন ব্লগারের অধিকার। তাই কিছু না বলে লুকিয়ে কেউ মাইনাস দিয়ে গ্যালে আমি মাইন্ড করি না

৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে আজ কোন ভূমিকা ছাড়াই পোস্ট শুরু করছি। সামু-তে যখন প্রথম রেজিস্টার্ড হই তখন বলা যায় তার রুলসগুলো বেশ নজর কেড়েছিল। ভাল লেগেছিল তাদের দেশ এবং জাতির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার। কিন্তু অবাক হই এটা দেখে যে, এসব নিয়ম শুধু মডারেশনের মৌখিক নীতি বা মৌকিক নৈতিকতা।

বাস্তবে যার প্রয়োগ শতকরা শূণ্য ভাগ। আর এর প্রমান হিশেবেই দেখা যায়, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আহবান সূচক পোস্ট-ও সামহোয়ারইন ব্লগে আজকাল দিব্যি রয়ে যাচ্ছে। ব্লগার শিশির ভেজা ভোর এর 'আমায় একটা জাতীয় সংগীত দাও ' এমন-ই এক পোস্ট। পোস্ট-টিতে মূলত বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আহবান জানানো হয়েছে। এমনকি নতুন প্রজন্মের কিছু কিছু গানকে-ও জাতীয় সংগীতের সাথে তুলনা করা হয়েছে।

বলা হয়েছে এই জাতীয় সংগীত ভারতীয় আগ্রাসনের প্রতিরূপ। জানি, হয়তো অনেকে বলবেন জাতীয় সঙ্গীত কোনো ঐশী গ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে এখনো তা কোন ধর্মগ্রন্থের চাইতে কম গুরুত্ত্বপূর্ণ নয় যে, তা-কে বেমালুম অস্বীকার করে তার অপমানকে হাসি-ঠাট্টার সাথে উড়িয়ে দেওয়া যাবে। আমাদের কাছে এখনো তা জাতির ঐক্যের প্রতীক। কে জানে হয়তো এই 'আমাদের' মাঝে সবচাইতে জনপ্রিয় বাংলা ব্লগটির মডারেটরবৃন্দ নিজেদের অর্ন্তভূক্ত করতে নারাজ!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।