আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ: সাদা ময়ূর

বুকের ভেতর বহু দূরের পথ...

সাদা ময়ূর দেখেছিলাম কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্কে। এ পার্কের যে জিনিসটি আসার মন কেড়ে নিয়েছিলো তা হলো এ সাদা ময়ূর। পার্কটির অবস্থা নাকি এখন যাচ্ছে তাই সাদা ময়ূর আমাদের দেখেই পেখম মেলে ধরলো। এরপর আরও একবার সাফারি পার্কে গিয়েছিলাম। তখন এ সুন্দর দৃশ্য আর দেখতে পাইনি।

অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। প্রায় বছর চারেক আগে তোলা ছবি। আজকাল ব্লগে লিখতে আলেসেমি লাগে। মাথায় লেখা আসলেও আলসেমির জন্য হয়ে উঠেনা। আমি সদ্যই পাশ করে বেকার জীবন কাটাচ্ছি।

পুরানো দিনের ছবিগুলো দেখতে দেখতে নস্টালজিয়ায় ভুগছি। হঠাৎ মাথায় এলো এখান থেকে আমার প্রিয় কিছু ছবি ব্লগে দিলে কেমন হয়। ছবি দেখে আমার ফটোগ্রাফির মান নিয়ে প্রশ্ন তুলবেন না দয়া করে। তখনকার সময় মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতাম। এখন তুলি ডিজিক্যামে।

কবে যে এসএলআর এ তুলবো!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।