আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুঃ মতের হাজার অমিল তবু তোমায় ভালোবাসি

নিজেরে হারায়ে দিগদিগন্তে খুঁজি- "আপনভোলা"

[১৯৯২ সালে টুঙ্গি পাড়াই বঙ্গবন্ধুর বাড়িতে বসে মন্তব্য খাতায় নিচের ছড়াটি লিখেছিলাম] বর্ষা কালের মেঘলা দিনে এলাম তোমার বাড়ি, নারকেল তাল খেজুর নানান গাছের ছড়াছড়ি। তোমার খেলার উঠান কোনে ছোট্ট বড়ই গাছ, বিশাল বাড়ির পাশে তোমার নিশ্চুপ আবাস। তোমায় নিয়ে লিখছি ছড়া তোমার ঘরে বসি, মতের হাজার আমিল তবু তোমায় ভালবাসি। দেখতে তোমায় এলাম সবাই মধুমতির তীর, বাংলার সেরা সন্তান তুমি বঙ্গবন্ধু বীর। [আমার বাংলা বানানে যাচ্ছেতাই অবস্থা, কোথাও ভুল থাকলে ধরিয়ে দেবেন]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।