আমাদের কথা খুঁজে নিন

   

কী চমৎকার লোভের ফাঁদ !!! এই মাত্র এক বাটপারের সাথে কথা বললাম

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

কিছুক্ষণ আগে এক বাটপার আমার কাছে ফোন করেছিল। ফোন করে বলে সে বাংলালিংক থেকে ফোন করেছে। এই রমজানে বাংলালিংক একটা বিশেষ লটারীর আয়োজন করেছে। সেই লটারিতে আমি একটা মার্সিডিস গাড়ি জিতে গেছি। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ বাটপারি চলছে।

আমি রেকর্ড করা শুরু করলাম। (প্রথম থেকেই করা উচিত ছিল, কে জানে এইটা বাটপারের ফোন) । রেকর্ড করার পর তার সাথে আমার কথোপকথন : বাটপার : একটা মার্সিডিস কার গাড়ি গিফট পেয়েছেন। ওই টাকাটা নিলে টাকাটা পাবেন, গাড়িটা নিলে গাড়িটা পাবেন। ওই টাকাটা কোম্পানী আগামীকাল সকল গ্রাহককে দিচ্ছে, ওকে ? এবং আজ রাত আটটার সংবাদে সেইটা বিটিভিতে প্রচার করা হইতেছে।

সো, আমি যেই নাম্বারে কথা বলছি এখন এই নাম্বারে কলটা ব্যাক করে কোন ব্যাংক থেকে টাকাটা কিভাবে পাবেন আমি জানিয়ে দিচ্ছি , ওকে ? আমি : বুঝলাম না আপনার কথা। বাটপার : আমি যেই নাম্বারে কথা বলছি স্যার। আমি : হু। বাটপার : এই নাম্বারে এক্ষুণি কলটা ব্যাক করে জেনে নিন কোন ব্যাংক থেকে আপনার টাকাটা তুলবেন। আমি : কল ব্যাক করব কেন ? কারণ কী ? বাটপার : এখন আপনার নামে টাকাটা রেজিস্ট্রেশন করা হইতেছে।

বুঝতে পারছেন ? আমি : হ্যা। বাটপার : এই জন্য আপনাকে কলটা ব্যাক করতে হবে। বুঝতে পারছেন, স্যার ? আমি : বুঝলাম না। বাটপার : এখন এই টাকাটা আপনার নামে টাকাটা রেজিস্ট্রেশন করা হইতেছে। মানে আপনার নামে কাগজপত্র রেজিস্ট্রেশন করা হইতেছে এই জন্য কলটা ব্যাক করতে বলা হয়েছে, বুঝতে পারছেন ? আমি : আপনার নাম কী ? বাটপার : মাসুদ ।

আমি : মাসুদ, আপনি থাকেন কোথায় ? ব্যাস, এই পর্যন্তই । তারপর বাটপার তার লাইনটা কেটে দিয়েছে। বাটপারের নাম্বারটা ০১৯১১০৩৮৩৫৫। যারা যারা মার্সিডিস পাইতে চান, তারা এই নাম্বারে কল ব্যাক করতে পারেন। আমি অবশ্য এই নাম্বারটা রেবকে দিয়ে দিয়েছি।

দেখি, তারা বাটপারটাকে ধরে কেমন ডলা দেয়। আপনাদের কাছে কেউ এই রকম ফোন করলে কল ব্যাক করবেন না। কোন টাকা ফ্লেক্সি করতে বললে অবশ্যই করবেন না। এবং অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। রোজা ও ঈদ উপলক্ষে এই বিশেষ বাটপারি এখন ব্যাপক মাত্রায় চলবে।

তাই সাবধান থাকাই ভালো। তারপরও যদি সতর্ক না হন, তবে নিচের ঘটনাটি পড়তে পারেন। মানুষের লোভের উপর ভিত্তি করে প্রতারণা ব্যবসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।