আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভপাতের পর গর্ভধারণে সময় নেওয়া উচিত নয়



গর্ভপাত ঘটলে দ্বিতীয়বার গর্ভধারণে দেরী করার প্রয়োজন নেই। স্কটল্যান্ডের গবেষকরা শুক্রবার একথা জানিয়েছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে যে নারীরা গর্ভপাতের ছয় মাসের মধ্যে আবার গর্ভধারণ করেন তাদের জীবিত সন্তান জন্মদানের সম্ভাবনা যারা গর্ভধারণে দেরি করবেন তাদের চেয়ে বেশি। গবেষণা চালানো এবারডিন ম্যাটারনিটি হাসপাতালের গবেষক ডা. সহিনী ভট্টাচার্য্য রয়টার্সকে বলেছেন, "দ্বিতীয় গর্ভধারণের ক্ষেত্রে নারীদের প্রায়ই সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। " বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৫ সাল থেকে দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে কমপক্ষে ছয়মাস অপেক্ষা করার পরামর্শ দিয়ে আসছে।

তিনি বলেছেন, এ নীতিমালাগুলো ব্যাপকভাবে অনুসরণ করা হচ্ছে। কিন্তু এর ভিত্তি খুব সামান্যই। ভট্টাচার্য্য আরো বলেছেন, "নারীদের জন্য পরামর্শ হচ্ছে, দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে শারীরিক কোন সীমাবদ্ধতা নেই যে কারণে আপনাকে সময় নিতে হবে। " তবে তিনি বলেছেন, যদি কোন নারী মানসিক ও শারীরিকভাবে ক্লান্তি বোধ করে তবে তাকে এ পরামর্শ নিতে বাধ্য করার কোন কারণ নেই। অন্যান্য চিকিৎসকরা বলেছেন, বর্তমান ধারা পরিবর্তন করার সময় এখনো আসেনি।

ভট্টাচার্য্য জোর দিয়ে বলেছেন, গবেষেণার ফলাফল উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে খাপ খাবে না। যেখানে খুব কম বয়সে নারীরা মা হয়। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।