আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের পাবলিক গবেষণা সংস্থা 'কনসেজ সুপিরিয়র ডি. ইনভেস্টিসিওন সিন্টাফিকাসের' (সিএসআইসি) এক গবেষণা প্রতিবেদন।



স্পেনের সবচেয়ে বড় পাবলিক গবেষণা সংস্থা 'কনসেজ সুপিরিয়র ডি. ইনভেস্টিসিওন সিন্টাফিকাসের' (সিএসআইসি) এক গবেষণা প্রতিবেদন। সংস্থাটি প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে এ প্রতিবেদন প্রকাশ করে। সিএসআইসি কর্তৃক গত ১০ জুলাই প্রকাশিত হয় প্রতিবেদনটি। গবেষণা প্রতিবেদনের তথ্য মতে, দক্ষিণ এশিয়ার 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হলো ৬টি। বিশ্ববিদ্যালয়গুলো হলো_ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৫৬), ঢাকা বিশ্ববিদ্যালয় (৭৬), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (৮৭), ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি (৯৫) ও ড্যাফোডিল ইউনিভার্সিটি (৯৯)। এছাড়া 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ভারতের সর্বোচ্চ ৭২টি, পাকিস্তানের ১৪টি, শ্রীলঙ্কার ৭টি ও নেপালের ১টি বিশ্ববিদ্যালয়। এদিকে দক্ষিণ এশিয়ার 'শীর্ষ-১০০'-তে স্থান পেলেও এশিয়ার 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়!! বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো_ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট ২ হাজার ৯১৬তম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৪ হাজার ৫৭৭তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ হাজার ৫৩১তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ৫ হাজার ৮৮২তম, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৬ হাজার ২১০তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি বাংলাদেশ ৬ হাজার ৩৫৯তম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৬ হাজার ৮৬০তম, নর্থ-সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ ৭ হাজার ৭৮তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭ হাজার ১৯৬তম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৮ হাজার ৭৫৯তম। উল্লেখ্য, সিএসআইসি-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সবগুলোই যুক্তরাষ্ট্রের। বিশ্ববিদ্যালয়গুলো হলো_ হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও করনেল ইউনিভার্সিটি। দেশে বুয়েট এগিয়ে থাকলেও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পিছনে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.