স্পেনের সবচেয়ে বড় পাবলিক গবেষণা সংস্থা 'কনসেজ সুপিরিয়র ডি. ইনভেস্টিসিওন সিন্টাফিকাসের' (সিএসআইসি) এক গবেষণা প্রতিবেদন। সংস্থাটি প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে এ প্রতিবেদন প্রকাশ করে।
সিএসআইসি কর্তৃক গত ১০ জুলাই প্রকাশিত হয় প্রতিবেদনটি।
গবেষণা প্রতিবেদনের তথ্য মতে, দক্ষিণ এশিয়ার 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হলো ৬টি। বিশ্ববিদ্যালয়গুলো হলো_ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৫৬), ঢাকা বিশ্ববিদ্যালয় (৭৬), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (৮৭), ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি (৯৫) ও ড্যাফোডিল ইউনিভার্সিটি (৯৯)।
এছাড়া 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ভারতের সর্বোচ্চ ৭২টি, পাকিস্তানের ১৪টি, শ্রীলঙ্কার ৭টি ও নেপালের ১টি বিশ্ববিদ্যালয়। এদিকে দক্ষিণ এশিয়ার 'শীর্ষ-১০০'-তে স্থান পেলেও এশিয়ার 'শীর্ষ-১০০' বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়!!
বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো_ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট ২ হাজার ৯১৬তম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ৪ হাজার ৫৭৭তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ হাজার ৫৩১তম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ৫ হাজার ৮৮২তম, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৬ হাজার ২১০তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটি বাংলাদেশ ৬ হাজার ৩৫৯তম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৬ হাজার ৮৬০তম, নর্থ-সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ ৭ হাজার ৭৮তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭ হাজার ১৯৬তম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৮ হাজার ৭৫৯তম।
উল্লেখ্য, সিএসআইসি-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সবগুলোই যুক্তরাষ্ট্রের। বিশ্ববিদ্যালয়গুলো হলো_ হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও করনেল ইউনিভার্সিটি।
দেশে বুয়েট এগিয়ে থাকলেও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পিছনে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।