আমাদের কথা খুঁজে নিন

   

বকশীগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু



বকশীগঞ্জ প্রতিনিধি জামালপুর বকশীগঞ্জ উপজেলার ফুলদহপাড়া গ্রামের ৫ শিশু পার্শ্ববর্তী বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে লাশ হয়ে বাড়ী ফিরেছে শ্যামলি (৫) ও মাহাবুব (৭) নামে দুই শিশু। জানাগেছে ১২ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ফুলদহপাড়া গ্রামের লাভলু মিয়ার পুত্র মাহাবুব (৭) ও জাকির (৫), সবুজ মিয়ার পুত্র বায়জিদ (৩) কন্যা সমিতা (৬) ও সাদা মিয়ার কন্যা শ্যামলী (৬) বাড়ির অনতিদুরে ফুলদহ বিলে শাপলা ফুল তুলতে যায়। আরও বেশি শাপলা ফুল তোলার আশায় গভীর পানিতে গেলে ওই সময় তারা বেশী পানিতে হাবুডুবু খেতে থাকে। ওই বিলের পাড়ে দাড়িয়ে থাকা জাকির দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে অভিভাবকরা এসে বিল থেকে মাহাবুব ও শ্যামলির মৃতদেহ উদ্ধার করে। মুমূষর্ুূ অবস্থায় বায়জিদ ও সমিতাকে উদ্ধার করে স্থানীয় বকশীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। দুই শিশুর অকাল মৃতুতে ফুলদহপাড়া গ্রামে সর্বস্তরে লোকের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।