আমাদের কথা খুঁজে নিন

   

বকশীগঞ্জে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক হর্স ফিলিংস



বকশীগঞ্জ প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় প্রায় হোটেল কনফেকশনারী ও দোকানগুলোতে অধিক নেশাজাত ও যৌন উত্তেজনাকর হর্স ফিলিংস নামে একটি কোল্ড ড্রিংস বেচা কেনার হিড়িক পড়ে গেছে। কোন বাধা না থাকায় বকশীগঞ্জের প্রায় প্রতিটি হোটেল কনফেকশনারী ও দোকানগুলোতে হর্স ফিলিংস প্রকাশ্যেই বিক্রি হয়ে আসছে। এক বোতল এই কোল্ড ড্রিংস কিনলেই প্রতিটি বিক্রেতা ক্রেতাকে বিনা মূল্যে ৩টি প্যারাসিটামল ট্যাবলেট ফ্রি দিয়ে থাকে। জানা গেছে, হর্স ফিলিংস উৎপাদন করেছে চাদঁপুর জেলার এশিয়া ফুড এন্ড ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ। ৪৫ টাকা মূল্যের ২৭০ এমএল এর প্রতি বোতলে রেডম্যাশরুম,স্যাফ্রন, প্রসেসড, ন্যাচারাল মিক্সডফ্রুট নির্যাসসুগার , লিকুইড,গ্লোকোজ, সোডিয়াম সাইট্রেট ভিটামিন ই পারমিটেড ফুট কালার এবং ফ্রেভার্স ইত্যাদি উপাদান রয়েছে।

তবে এ্যালকোহলের মাত্রা সর্ম্পকে কোন তথ্য লেখা নেই। ভোক্তারা জানান হর্স ড্রিকংস পান করলে সাময়িকভাবে যৌন উত্তেজনা ব্যাপক হারে বৃদ্ধি পায় , মাত্রারিক্ত ঘুম, মাতলামি বৃদ্ধি পায়। ভোক্তারা আরও জানান এই ড্রিকংসে প্রাথমিক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে প্রচন্ড ভাবে মাথা ব্যথা ধরে এবং এই ব্যথা কমপক্ষে ৩৬ ঘন্টা অবস্থান করে। এই কারনে বিক্রেতা প্রতি বোতল হর্স ফিলিংয়ের সাথে মাথা ব্যথা নিরসনের জন্য বিনা মূল্যে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে থাকে। তবে যুব সমাজ এবং মাদকাসক্ত ব্যক্তিরা এই ড্রিংকস ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।