আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...
আল্লহর কাছে কোনো কিছু চাওয়ার আগে তার প্রশংসা, গুনকীর্তন করতে হয়। ক্ষমা চাওয়ার আগেও প্রশংসা, গুনকীর্তন করাই সর্বোত্তম পন্থা। এতে উনি খুশি হন আর ফেরেশতাদের নিকট স্বীয় স্বৃষ্টি মানুষের জণ্য গর্বিত হন, আর আমাদের ক্ষমা করে দেয়ার প্রবনতা অনেক বেড়ে যায়। নিচে একটা উদাহরন দেয়া হলো, যা কুরআন এর বিভিণ্ন অংশ হতে চয়ন করা হয়েছে এবং একজন আলেম ব্যাক্তির পরামর্শ নেয়া হয়েছে।
দোয়া:
হে আমাদের রব, আমরা তোমার উপরই ঈমান এনেছি, ঈমান এনেছি তোমার প্রেরিত কিতাবসমূহ এবং নবী ও রসূলগনের উপর।
আসমান ও জমীনের সকল প্রশংসা্ই তোমার জন্য। হে পরম করুনাময় ও বিচার দিনের মালিক, তোমার কিতাব ও নবীর উছিলায় মেহেরবানী করে ক্ষমা কর, আমাদের পূর্বের ও পরের পাপ সমুহ। মোচন করো সেই সমস্ত পাপসমুহ, যা আমাদের বাড়াবাড়ি বা ভুলের কারনে হয়ে গিয়েছিলো। শিক্ষা দাও তাক্ওয়া (আল্লহ ভীতি) যাতে আমরা পাপ হতে বেচে থাকতে পারি। আর তোমার ক্ষমা ও করুনাই হোক আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।