আমাদের কথা খুঁজে নিন

   

সেহেরী ঘুমইফতারির ধুম ( পহেলা রমজান সমাচার)

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
দেশের বাইরে রোজা রাখা আসলেই বেশ ঝামেলার... সেহেরী>> ইফতার সব সময়ে দেশের কথা মনে পড়ে যায়.. ""আপনারা উঠুন সেহেরী খাবার সময় হয়েছে"".... চোখ ডোলতে ডোলতে ঘুম থেকে উঠা... মায়ের হাতের গরম খাবার>> ......... আরও কতকি.. মধ্যপ্রাচ্যে রমজান শুরু হয়েছে গতকাল রাতে সেহেরী খেয়ে.. আমাদের বাসভবনে রাতে ২টা থেকে ৪টা পযন্ত সেহেরীর জন্য "স্টার" রেস্তরা খোলা ছিলো... বিভিন্ন দেশের ছেলে মেয়েরা অতি আনন্দের সাথে সেহেরী খেয়ে রোজা রাখে.. ( সেই সময়ে আমি ঘুমে ঢুলু থাকার জন্য ছবি তোলার কথা মনে ছিলোনা) সকালে ৭টার সময় ঘুমিয়ে ১২টার সময় উঠে বিভিন্ন কাজ করলাম...ব্লগ পড়া .. ফোন করা..আরো কত কি... বিকেল ৪টায় দুবাই মলে গিয়েছিলাম এক বন্ধু একটা ব্লেজার কিনবে বলে... ৭টার আগে বাসায় এসে দেখি সবাই স্টারে একে বারে সেজে গুজে চলে এসেছে... রেস্তরার ভেতরে কোন চেয়ার ফাকা নাই... নানান রকমের ইফতারিতে সবার প্লেট ভরা কিন্তু সবার মুখে দেশি ইফতারি মিস করার সুর সবাই কে রমজানের সুভেচ্ছা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।