আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাক্ষেত্রে সহায়তা করা না-কি খয়রাতি সাহায্য!!!

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!

(আমার "সেইফ" হওয়া উপলেক্ষ্য পোস্ট)... শিক্ষাক্ষেত্রে সহায়তা করা না-কি খয়রাতি সাহায্য!!! আমাদের দেশের প্রান্তিক জনগনকে আর্থ-সামাজিকভাবে স্ব-নির্ভর এবং দেশের অগ্রগিত বা উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার যতগুলো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে তার মধ্যে শিক্ষাক্ষেত্রে সহায়তা-টাই সর্বোত্তম বলে আমি মনে করি!... কারণ শিক্ষিত জনগোষ্টি দেশের আর্থ-সামাজিক অগ্রগিত তথা উন্নয়নে সরাসরি অবদান রাখতে যেমন সক্ষম তেমনি তাদের সচেতনতার ফলে অসংখ্য সমস্যার উদ্ভব হওয়ার হার-ও নিম্নগামী হতে বাধ্য! এ-লক্ষ্যে বিভন্ন সময়ে বিভিন্ন সরকার যে-সকল পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে তার মধ্যে প্রধান তিনটি হচ্ছেঃ ১. সার্ব-জনীন অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ২. উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত ছাত্রী-উপবৃত্তি এবং ৩. বিদ্যালয় হতে খাদ্য সরবরাহ করা (স্কুল-ফিডিং)। ...এই তিনটি কার্যক্রম-ই যে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে তা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পরিচালনাকারী ও ব্যবস্থাপকদের দূর্নীতি আর অসাধুতার ফলে দিন দিন এই প্রতিটি ব্যবস্থা-ই প্রশ্নের মুখে পড়ছে ফলে একসময় এগুলো হয়তো আর পরিচালনা করা সম্ভব না-ও হতে পারে! কিন্তু দেশের প্রান্তিক জনগন যারা আর্থিকভাবে পশ্চাদপদ তাদের সার্বিক দিক ও অবস্থার কথা বিবেচনা করলে এই ব্যবস্থা-গুলোর কি কোনো বিকল্প আমরা পাচ্ছি???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.