আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাক্ষেত্রে কোটা – কতটা যৌক্তিক?

শিক্ষাক্ষেত্রে কোটা – কতটা যৌক্তিক? ► সাংসদীয় কোটা - বেসরকারী স্কুলে ভর্তির ক্ষেত্রে এমপিদের জন্যে কোটা পদ্ধতি চালু হচ্ছে শীঘ্রই, যেখানে তারা তাদের ছেলে-মেয়ে ছাড়াও অন্যান্য বাচ্চাদের ভর্তির জন্যেও সুপারিশ করতে পারবে। মারহাবা...মারহাবা! কদিন পর সাংসদদের মুখে মুখে হয়তো শোনা যাবে... “আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাতে ১৫ লক্ষ টাকা লাগবে, ৫ লাখ ভর্তির আগে, বাকীটা ভর্তির পর দিতে হবে। ” ► মুক্তিযোদ্ধা কোটা - দেশের প্রতি একজন মুক্তিযোদ্ধার অবদান অনস্বীকার্য। ব্যক্তি মুক্তিযোদ্ধার ওপর আমার দেশের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু মুক্তিযোদ্ধা মানেই ‘ভালো মানুষ’ তা কিন্তু না, বঙ্গবীর কাদের সিদ্দিকী এর একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে।

স্বাধীনতাপরবর্তী সময়ে অন্যান্য লুটেরাজের সাথে কিভাবে দেশটাকে তিনি লুটেপুটে খেয়েছেন তা হয়তো অনেকেরই জানা আছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান মানেই ভালো মানুষ, অথবা একজন রাজাকারের ছেলে মানেই ‘কুলাঙ্গার’ - এটা ধরে নেয়া কখোনোই ঠিক না। মুক্তিযোদ্ধার বিবেকই আজ যেখানে ধর্ষিত, সেখানে কিভাবে ৭১ এ তার বীরত্বের জন্যে কোনো এক রিক্সাওয়ালার অপেক্ষাকৃত মেধাবী সন্তানকে বঞ্চিত করে মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে, এমনকি নাতি-নাতনিদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে(!) যাওয়ার অন্যায় সুযোগ করে দেয়া হচ্ছে?!? ‘আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল’ – এখানে আমার অবদান/কৃতিত্বটা কোথায়!?! ► এরিয়া কোটা – ‘আমার আব্বাজান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে, আমরা সেখানেই থাকি, তাই আমাদের জন্যেও আলাদা কোটা থাকতে হবে’ – Absurd! আবারও মেধার অবমূল্যায়ন ► খেলোয়ার কোটা – “আমি বড় খেলোয়াড় হব, দিন-রাত শুধু খেলব, দেশকে এভারেস্টের চূড়ায় নিয়ে যাবো। কিন্তু এত খেলাখেলির মাঝে পড়ালেখার সময় হয়ে ওঠে না, আমাকে একটু দয়া করুন...” যা, তোর জন্যে ‘খেলোয়াড় কোটা’! আহা! চোদে না মোর ভালোবাসা, কি মধুর কথা! :-@ ► উপজাতি কোটা – আমি এর পক্ষে! বান্দরবান, রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা ঘুরে এসেছেন তারা নিশচয়ই আমার সাথে একাত্ম হবেন। পড়ালেখার জন্যে কত কিলো হেঁটে স্কুলে আসতে হয়, যে স্কুলগুলোতে ভালো শিক্ষক তো দূরে থাক, টুল-টেবিলেরই ঠিক নাই।

আমাদের মত শহুরে নবাবজাদাদের মত ইন্টারনেটে তারা ফেইসবুক নিয়ে পড়ে থাকে না, কারন সেখানে ইলেকট্রিসিটিও নাই! এতসব না পাওয়া, অভাবের মাঝে যদি তাদের কিছুটা প্রেরণা-প্রেষণা দেয়া না যায় তবে যে ক’জন ছেলে-মেয়ে সাহস করে হাতে কলম ধরে রাখে তাও পড়ে যাবে... ► প্রতিবন্ধী কোটা – প্রকৃতিপ্রদত্তভাবে হোক, অথবা ঈশ্বরের ইচ্ছাবলেই হোক, প্রতিবন্ধী ছেলে-মেয়েরা অন্য ১০টা ছেলে-মেয়ে থেকে কিছুটা হলেও দুর্বল। তাই তারা বিশেষ একটা সুবিধা জীবনের প্রতিটা* ক্ষেত্রেই দাবী করে, এটা ওদের একপ্রকার ‘অধিকার’। নতুন নতুন কোটা চালু না করে অনতিবিলম্বে অনৈতিক, বৈষম্যপূর্ণ কোটামুক্ত শিক্ষাপদ্ধতি দাবি করছি। যেখানে শিক্ষার্থীর পরিশ্রম, মেধাকে অবজ্ঞা করে, ছুঁড়ে মেরে, যুক্তিহীনভাবে অযোগ্য ছেলে-মেয়েদের ভর্তির সুযোগ করে দেয়া হচ্ছে সেখানে তারা কোনো একদিন ‘গ্রাজুয়েটেড’ হয়তো হয়ে যাবে, কিন্তু ‘শিক্ষিত’ হতে পারবে না। কোটা বা সংরক্ষণ পদ্ধতির লেজ ধরে উঠে আসা এসব ‘মানুষ’ কর্মক্ষেত্রে উৎপাদনশীল না হয়ে বরঞ্চ বোঝা হয়ে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি।

আমাদের গলার স্বরে কোন কাঁটাটা আজ বিঁধলো যে আমরা কোনো অন্যায়েরই প্রতিবাদ করতে পারি না!?! ধ্বিক...! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.