যখন একা বসে ভাবি তখন সেই ভাবনাগুলোই গান হয়ে যায়। তারপর গীটারটা হাতে নেই সেই ভাবনাকে সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতে। এভাবেই চলছে গান, ভাবনা আর বেচে থাকা।
আমার ভেতর আমি তোমাকে একেছিলাম আমার মত করে,
নিয়ম থেকে দূরে সরে ভালোবাসাকে আকড়ে ধরে।
হয়তো সেটা তোমার মনের মত করে নয়,
কিংবা বন্দী হতে চাওনি তুমি আমার স্বাধীনতায়।
কবিতায় তুমি আমায় ছুয়ে দিয়েছিলে প্রথম সকালে,
দিনটি আজো লেখা আছে খেয়ালি মনের অন্তরালে।
মনে তোমার আছে কি আজো আমার দেয়া বৃষ্টিভেজা রোদ?
সেসব তুমি নাওনি জানি, নিয়েছিলে প্রতিশোধ।
আমার ঘুমের একপাশে আজো স্বপ্নেরা জেগে থাকে,
আপন স্পর্শে রঙিন ছবি আকে।
আমি সেই স্বপ্নের কেউ নই,
শুধুমাত্র আমি একটি নিছক চরিত্রই।
যখন ঘুম নামে দুচোখের পাতায়,
ঠিক তখনি আমাতে আমি জেগে উঠি।
ঘুমের ঘোরে নিজের সাথে নিজেই,
করি অবিরাম খুনসুটি।
হঠাৎ যুক্তিগুলো সব ভেঙ্গে যায়,
যখন দেখি জীবন বাধা পরাধীনতায়,
আমি মুক্তি খুজি চাদের আলোয়,
তবু বন্ধী আমি আধার কালোয়।
তোমার দেয়া চাদটা হঠাৎ আকাশে মিলিয়ে যায়,
সকল আলো মিশে যায় নিঝুম নীরবতায়।
স্বপ্নগুলো চোখের পাতায়ই বন্ধী হয়ে রয়,
আধারের এই কবিতা আজো আধারেই রয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।