এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
অনেক রাত হলো.......................
জানালার কালো কাঁচের অপরপ্রান্তে
ভীষন অন্ধকার;
হঠাৎ মনে হলো
কেউ অধির আগ্রহে,
জানালার বাইরে দাঁড়িয়ে
আমার দিকে তাকিয়ে
চাইছে আমায় টেনে নিতে.........
তার আবার ছায়া আছে
সেই ছায়া
আলোর খেলা ছাড়াই স্পষ্ট
লক্ষ্য করলাম, ছায়া পড়েছে
আমার শরীরে, চোখের মনিতে
শরীরের প্রতিটি রোমকুপে.....
জানালা খুলে বাইরে তাকালাম
এত কালো!!!!!
সেই চিরন্তন কালো রঙে
মনটা মিলিয়ে গেল অন্ধকারে
দূবের্াধ্য এক জগতের চিন্তায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।