সুতো ছেড়া ঘুড়ি
সকালে ব্লগে ঢুকেই প্রতিদিনের মত রিভিউ দিচ্ছি হঠাৎ কালকের একটি পোষ্টে দেখলাম একজন টিপু পাগলা তিন বিশিষ্ট রাজাকার; থুক্কু ছাগুদের ভাষায় উপমহাদেশের বিশিষ্ট মাওলানা ও ইসলামি চিন্তাবিদ, আল্লাহ্-এর পথের দিশারী (আল্লাহ্ আমাকে মাফ করুন), ইসলামি আন্দোলনের অগ্রপথিক (আল্লাহ্ আর একবার আমাকে মাফ করুন)- মাওলানা * মতিউর রহমান নিজামি, মাওলানা* দেলোয়ার হোসেন সাঈদি ও মাওলানা* আলী আহসান মুজাহিদ-এর জন্ম কাহিনি জানতে চয়েছিলেন। তো সেখানে আর এক মহামাহিম ব্লগার আব্দুল রহমান একটি লিংক দিয়েছিলেন http://freejamatleaders.com/bangla/?page_id=4 । ওরে বাবা এখানে ঢু-মেরে দেখি এতো শুধু জন্ম রহস্যই নয় একেবারে আদ্যপান্ত্য জীবণবৃত্যান্ত । কিন্তু আশ্চর্য্যজনক ভাবে এই তিন মহামহিমের আমলনামার ১৯৭১ অংশটি ওখানে যত্নের সাথে এড়িয়ে যাওয়া হয়েছে...যেন তাদের জীবনে ১৯৭১ আসেইনি কিংবা ঐ সময় তেনারা হয়তো জান্নাত ভ্রমনে বেড়িয়েছিলেন !
এখন ঐ ওয়েবে যেভাবে তেনাদের আমলনামা থেকে ১৯৭১ উঠিয়ে দেয়া হয়েছে হাশরের দিনেও কি একই ভাবে মাফ পাবেন বলে তেনারা মনে করেন??- জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন?
ঔ ওয়েবে আমি নিম্নের মন্তব্যটি করেছিলাম জানিনা এটি ঐ জায়গায় থাকবে কিনা...
vai…
1971 er history j kisu bollen na….
life theke 1971 gayed kre dilen…
oe somoy ki uni jannat vromon e gasilen naki….??
*শর্ত প্রযোজ্য
প্রকাশ করা হয়েছিল আমি এবং অন্যান্য..... বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৫৫
********************************************************
এরার আসুন সকালের কমেন্টস্ গুলো পড়া যাক...
১. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৮
টিপু পাগলা বলেছেন: আমিও আপনার সাথে একমত জন্ম কাহিনী লিংক-এ গিয়ে দেখলাম সেইসব দাড়িওয়ালাদের ১৯৭১-এ কুকর্মময় জীবনবৃত্তান্ত নেই।
কিন্তু আমি আসলে তাদের জন্ম কাহিনী খুঁজছি।
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১১
লেখক বলেছেন: জানি আপনি তাই খুঁজছেন...
ধন্যবাদ।
২. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৯
হাহাপগে বলেছেন: "*শর্ত প্রযোজ্য"
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১১
লেখক বলেছেন: হুম...
৩. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৭
সুফিয়া বলেছেন: ঐ লিংকে গিয়ে নিজামীগাঁথা পড়তে পড়তেই আমি হয়রান হয়ে গিয়েছি। বাকীগুলো আর পড়ার ইচ্ছে হয়নি। আপনি বললেন না ঐ সময় তেনারা হয়তো জান্নাত ভ্রমনে বেড়িয়েছিলেন ! আমার মনে হয় কি জানেন? যিনি পরমযত্নে এদের নিয়ে মহাকাব্য লিখেছেন তিনিই হয়তো ৭১ এর সময়টায় স্বর্গ ভ্রমণে চলে গিয়েছিলেন।
তাই কিছুই জানেন না এইসব আলেমদের ঐ সময়ের কীর্তিগাঁথা। এবার হয়তো জানবেন।
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩১
লেখক বলেছেন: হতেও পারে..
ধন্যবাদ
৪. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৯
পারভেজ আলম বলেছেন: vai…
1971 er history j kisu bollen na….
life theke 1971 gayed kre dilen…
oe somoy ki uni jannat vromon e gasilen naki….??
যথার্থ প্রশ্ন। ওনারা স্বভাবতই উত্তর দিবেন না, অথবা পিছলাবেন।
০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৩
লেখক বলেছেন: দেখাযাক..।
ধন্যবাদ
৫. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৪
টিপু পাগলা বলেছেন: আপনার তাহাদের জন্ম কাহিনী জানলে জানান
এবার আপনার মতামতের অপেক্ষায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।