যা না যানার তাই জানতে চাই। িমথ্যার শৃঙখল ভাংেত চাই
ইহা আমার লিখিতে লজ্জা লাগিতেছে। কন্তিু না লিখিয়া পারিতেছিনা। আমি মিরপুর সাড়ে এগারোর একটি সাইবার কাফে প্রায়ই ব্রাউজ করতে যাই। গত কিছুদিন আগে যথারিতি যাওয়া।
আমার পশের বুথে এক কাপল বইসা রইসে। আমার একটা প্রয়োজনে উঠে আমি বাইরা বের হইসি হঠাৎ আমার অজান্তে হেই দিক চখ চইলা যায় । দেইখতো আমার চোখ ছানা বড়া। দিহি কি সুন্দর তারা একজন আর একজনরে জড়ায়া ধইরা ঠোটে কি যেন করিতেছে। হায়রে বাঙালি শেষ মেষ এইডারে তোরা বিদেষ বানায়া ছাড়লি।
বুথ টা বড় হইলে তোরা কি জানি আর কি করিতি। ভাইজানেরা আফনারাই কন এইডা কি উচিৎ। ভাই লেহাডা যদিও অশ্লিল তবুও আমারে বেন্ড কইরেন্নাগো । হের লাইগা ক্ষমা চাই। আমারে মাফ কইরা দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।