আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত কি পঁচা সামুকেই পা কাটবে এই জাতির??

নিজেকে হয় নাই চেনা

ক্ষমতার চেয়ারে যারা বসেন তাদের ইচ্ছার উদ্ভব হওয়াটা শুধু সময়ের ব্যপার, এর পর তার প্রতিফলন এবং বাস্তবায়ন শুধুই তুড়ি বাজানোর মতই সোজা সাপ্টা ব্যপার। যে কোনও মুল্যে এর বাস্তবায়ন হবেই হবে। হল ও তাই। অন্যদিকে দেশের জনমানুষের সর্বোচ্চ আস্থার স্থল মাননীয় আদালতের সাথে সরকারের বোঝাপড়াটা অনেকটা প্রেমে পড়ার মত, প্রেমে পড়লে প্রেমিক আর প্রেমিকার মনের চাওয়া পাওয়ায় যেমন এক অসম্ভব মিল দেখা যায় তেমনি সরকার ও আদালতের চাহিদার অপুর্ব মিল দেখা যাচ্ছে ইদানিং। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এরা একে অপরের প্রমে পড়ে আছে।

প্রেমের কারনে যেমন প্রেমিক প্রেমিকারা বাবার মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট আর মায়ের নাড়ী ছেড়া টানের চৌদ্দ গুষ্ঠী উদ্ধার করে নিজের স্বার্থ হাসিলের জন্য যাচ্ছে তাই করে, এখানেও তেমনটাই হচ্ছে। জনগনের টাকায় চলা সরকার আর আদালত আজ তাদেরই ইচ্ছা আকাংখাকে দু পায়ে দলে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে উঠেছে। যুদ্ধাপরাধের বিচার দেশের সবাই চায়। এই ইস্যুতে যেমন দেশের সবাই দৃঢ় প্রতিজ্ঞ তেমনি শিশা ঢালা প্রচিরের মত অটল। আবার এই জায়গাটিই এ জাতির অন্যতম প্রধান দুর্বলতা।

এটা এমন একটা কাঁটা যে কাঁটা দিয়ে অন্য কাঁটা গুলোও তুলে ফেলা যায় অনায়াসেই। এই যুদ্ধাপরাধীর মুলা ঝুলিয়েই পঁচাশি ভাগ মুসলমানের এই দেশে তাদের ধর্মের পক্ষে কন্ঠ উচু করার রাস্তা বন্ধ করে দেয়ার নীল নকশা বাস্তবায়নের কাজ ষোল কলায় পুর্ন হল। প্রবাদ আছে যে “চোর গেলে বুদ্ধি আসে” আবার এও প্রচলিত আছে যে “ঢুস খেলে হুস ফেরে”, এখনও যারা শীর্ষ জামায়াত নেতাদের দুর্দিনে আনন্দে আত্মহারা হয়ে আছেন তাদের বলি, আনন্দিত হোন কিংবা আমোদিত হোন তাতে কোন বাধা নেই কিন্তু আত্মহারা হয়ে যাচ্ছেন কেন? যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচারের স্বপনে বিভোর তখন কি আমাদের চোখে ধুলো দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা হতে পারে না? জামায়াতের নেতারা না হয় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত কিন্তু অন্যান্য ইসলামি দল গুলোর ত সেই সমস্যা নেই তাহলে তাদের কে কেন নিষিদ্ধ করার কথা উটছে? অনেকে হয়তো বলবেন যে এরা ধর্মের নামে ব্যবসা করছে তাই এদের নিষিদ্ধ করা উচিৎ। তাহলে যারা গোটা দেশ নিয়ে ব্যবসায় নেমেছে, হত্যা, লুটত্রাজ, রাহাজানি, হানাহানি, ধর্ষন করছে তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? ভোটের আগে যারা মসজিদের পানে ছুটে, মাথায় পট্টি হাতে তসবি নিয়ে মানুষের মন ভোলায়, নির্বাচনের আগে ধর্মভিত্তিক রাজণৈতিক নেতাদেরকে নিজেদের ভাই বলে বুকে টেনে নেয় এবং পরে দূর দূর করে তাড়িয়ে দেয় তারা কি ধর্ম নিয়ে ব্যবসা করছে না? তাহলে তাদের কেন নিষিদ্ধ করা হবে না? এখন কেউ কেউ হয়তো বলে উঠবেন যে এরাই দেশে জংগিবাদের উত্থান ঘটিয়েছে, মানছি তা তারা ঘটিয়েছে। কিন্তু অন্যান্য দল গুলো কি কম করেছে? তারা কি নিরিহ মানুষকে হিত্যা করেনি? তারা কি শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করে নি? ইসলামি পোষাক পরে যে কাজ করলে মানুষকে জংগি বলা হয়, অন্য পোষাকে ও অন্য দলের হয়ে ঠিক সে কাজ কে কি আপনি কি বলবেন? এদেশে জংগিবাদ কবে এসেছে আর রাজনৈতিক সন্ত্রাস কবে থেকে শুরু হয়েছে? কেন শুধু যাকে দেখতে নারি তার বিচার করতে উঠে পড়ে লাগতে হবে? কেন সবার বিচার হবে না? এত অস্বাভাবিক বিষয় ঘটছে তাতেও কেন চোখ খুলে কেউ দেখছে না? যেখানেই মিথ্যা সেখানেই অস্বাভাবিকতা আর সেখানেই ষড়যন্ত্রের উৎপাত।

তাহলে কোন ষড়যন্ত্র হচ্ছে? কেন হচ্ছে? কে করছে? কেন করছে? আপনার কাছে হয়তো এই বিষয় গুলো বড়ই সামান্য মনে হবে তাতে কিচ্ছু যায় আসে না। আসলে এসব কিছুতেই সামান্য কিছু নয়, তবে তর্কের খাতিরে যদি সামান্যই ধরি তাহলে বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন। যুগে যুগে বিভিন্ন জাতির পা পঁচা সামুকেই কেটেছে। তাই আজ বড় ভয় হচ্ছে, পঁচা সামুকে কি আমাদেরও পা কাটা যাচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।