যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
সারমেয় সভ্যতা
শরীফ এ. কাফী
০৭.০৮.২০১০
শিশুরা কুকুর ভয় পায়
ফকির তার চেয়েও বেশী
পশ্চিমা বিশ্বের কত মানুষ
হয়তো নারী কিংবা পুরুষ
আমাদের দক্ষিণ আর্যবর্ত্য
না জানি সেখানে কত শত
প্রণয় তাদের কুকুরের সাথে
পরম আদরে জড়াজড়ি করে
কত চুমু খায় মনের সোহাগে
ঘুমায়ও তারা একসাথে রাতে
এক বিছানায় কুকুরের সাথে!
মানব জনম বৃথা যেখানে
আত্মহনন প্রতি ক্ষণে ক্ষনে
মানুষের তরে প্রেম জাগেনা
হায়রে মানুষ মানুষ হলোনা
মানুষে আজ মানুষ ভুলিয়া
কুকুরে পেল প্রেম ভালবাসা
জনম জনম সাধিয়া ভজিয়া
সৃষ্টির সেরা মানুষ পেলনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।