* আমি খুজে বেড়াই নিজেকে *
১৯৯১সালের ২৯শে এপ্রিল মধ্যরাতে প্রলয়ন্করী জলোচ্চাস ও ঘুর্নিঝড়। উপকুলীয় অন্চল ও সমুদ্রদ্বীপ লন্ডভন্ড। লক্ষ নর, নারী, শিশু এই ঝড় দানবের আঘাতে নিহত, লক্ষা লক্ষ আহত, মানুষ গৃহহারা, বিপুল ফসল হানি। গৃহপালিত পশুপাখি মরে সাফ।
আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ক্ষমতার মোহে আত্মহারা। দেশের উপর দিয়ে এমন একটা ঝড় হচ্ছে আগাম কোন পর্যাপ্ত সতর্কতা নেই। বিপদ আসন্ন মানুষকে আশ্রয়দেয়ার কোন পরিকল্পনা নেই কোন একশন নেই। প্রলয়ন্করী দুর্যোগে নিহত মানুষের লাশ আর লাশ। আহতের কান্না, চিৎকার, খাদ্যের অভাব, পানির অভাব।
তাদের বাঁচাতে সরকারের দীন প্রচেষ্টা। রোগে শোকে মানুষে মৃত্যু।
সংসদে বিরোধী দলের নেত্রীর উদ্বেগ জনিত প্রশ্ন বানে জর্জরিত বেগম জিয়া বিবৃতি দিলেন, এই ঝড়ে যত লোক মারা যাবার কথা ছিলো তত মারা যায় নাই।
পরে শেখ হাসিনা প্রশ্ন রেখেছিলেন আর কতলোক মারা গেলে তত লোক হতো।
বেগম জিয়া লক্ষলোকের মৃত্যু নিয়ে এমন নিদারুন মন্তব্যে দেশ হতবাক।
কেমন প্রধানমন্ত্রী তিনি। কিভাবে করতে পারলেন এমন মস্করা করতে।
আজ বেগম জিয়া দেশের মানুষকি নিয়ে কুম্ভিরাশ্রু বর্ষন করছেন।
মাছের মায়ের পুত্রশোক।
সেলুকাস
তারা জন গনের জন্য রাজনীতি করেন।
জনদরদী!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।