আমাদের কথা খুঁজে নিন

   

একজন দেশদরদী ব্যক্তিঃ কৌশিক ভাই

I realized it doesn't really matter whether I exist or not.

এই পোস্টের কারণে কৌশিক ভাই কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনি বললে এই পোস্টটি মুছে দেব। তবে বিষয়ের উপর আপনার মন্তব্য খুবই আশা করছি। কৌশিক (ভাই)। সামহোয়্যার ইন ব্লগের কল্যাণে সর্ব-পরিচিত হওয়া একজন মানুষ।

দেশপ্রেমের বীজ তার মধ্যে কে বুনেছেন সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে তাঁর অপরিসীম ধৈর্য্যশক্তি তিনি কোথা থেকে পেয়েছেন। কীভাবে তিনি দিনের পর দিন দেশের কল্যাণে কষ্ট করে যাচ্ছেন। রাত দিন চব্বিশ ঘন্টা; তিনি দেশের জন্য সেক্রিফাইস করে যাচ্ছেন। কীভাবে? আমরা প্রায়ই বাংলালিংককে দোষারোপ করি তাদের নেটওয়ার্ক খারাপ হবার জন্য।

ইদানীং অনেককেই দেখছি নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়ায় বাংলালিংক ছেড়ে ওয়ারিদ বা গ্রামীণফোন নিচ্ছেন। দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফোন আমাদেরকে সবসময় রাখে সংযুক্ত, সবার সাথে। কিন্তু ফোনে কথা বলতে হলে আমাদের ঘাম-পানি-করে অর্জিত টাকা সংশ্লিষ্ট কোম্পানীকে দিতে হয়। কিন্তু এরপরেও যদি নেটওয়ার্কজনিত সমস্যার কারণে সংযোগ পেতে সমস্যা হয়, বা কথা কেটে কেটে আসে, বা বারবার লাইন কেটে যায়, তাহলে সেই কোম্পানীর সিম আর ব্যবহার করাই উচিৎ না, যতদিন না তারা তাদের নেটওয়ার্ক ঠিক করে।

যতদিন না তাদের নেটওয়ার্ক সবল হয়। একটা সময় ছিল, যখন টেলিটকের একটি সীমের জন্য মানুষ নাওয়া খাওয়া বাদ দিয়ে লাইন ধরে সারাদিন অপেক্ষা করত। এই অক্লান্ত অপেক্ষার পরও অনেকে সীম পেত না। যারা পেত, তারা মনে করত সোনার হরিণ না হোক, ঐ জাতীয়ই একটা কিছু হাতে পেয়েছে। শুধু সরকারি, এই জন্যই নয়।

তখন টিএন্ডটি ইনকামিংও ফ্রি থাকে। তাই। তবে বর্তমানে সব মোবাইলেই টিএন্ডটি ইনকামিং ফ্রি। এছাড়াও একটেল, ওয়ারিদ বা গ্রামীণফোনের নেটওয়ার্ক খুবই ভাল। গ্রাম্য এলাকার দিকে ওয়ারিদের নেটওয়ার্ক এখনো পৌঁছেনি, তবে একটেল ও গ্রামীণফোন প্রায় সবজায়গাতেই খুব ভাল নেটওয়ার্ক থাকে।

যদিও গ্রামীণফোনএর এখনো দুই টাকার উপরে কলরেট, তবুও শুধু নেটওয়ার্কের সুবিধার জন্যই প্রায় সবাই গ্রামীণফোন ব্যবহার করেন। আসা যাক মূল বিষয়ে, টেলিটক একসময় সোনার হরিণ সমতূল্য হলেও এখন এটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। নেটওয়ার্ক খুবই খারাপ। কলরেট সাশ্রয়ী হলেও নেটওয়ার্কের দরুণ অনেকেই টেলিটক ছেড়ে অন্য মোবাইল ধরছেন। আপনারা সবাই জানেন টেলিটক সরকারি প্রতিষ্ঠান/কোম্পানী।

তো কৌশিক ভাই এখনো টেলিটক ব্যবহার করে যাচ্ছেন। যাচ্ছেতাই নেটওয়ার্ককে উপেক্ষা করে দিনরাত তিনি দেশকে সাহায্য করে যাচ্ছেন, পরোক্ষভাবে। আসুন, আমরা এই মহান ব্যক্তিত্বকে সালাম জানাই। উৎসর্গঃ কৌশিক ভাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.