তসলিমা সিনেমাটির ব্যাপারে বলেন, “সুজিত সরকার ভারতের অন্যতম সেরা পরিচালক। ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে। বলিউডি সিনেমা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি মনে করি সিনেমাগুলো শুধু গানবাজনা দিয়েই ভরা থাকে। তবে এই সিনেমাটি পুরোপুরি ভিন্নমাত্রার। ”
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের রাজনৈতিক মহলেও সাড়া জাগাতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তৈরি ওই থ্রিলার সিনেমা।
সিনেমাটি দেখার পর বিভিন্ন মাইক্রোব্লগিং সাইটে এটির প্রশংসা করেছেন রাজনীতিবিদরা।
দেশটির মানবসম্পদ উন্নয়নমন্ত্রী শশী থারুর বলেন, “রাজিব গান্ধীর জন্মদিনে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাটি দেখানো হচ্ছে। অসাধারণ একটি সিনেমা। পরিচালনা এবং অভিনয় অনেক সুন্দর। বিশেষ করে জন আব্রাহাম অতুলনীয় অভিনয় করেছেন।
”
সংসদ সদস্য দীপেন্দর হুড়া বলেন, “মাদ্রাজ ক্যাফে সিনেমাটি মাত্র দেখলাম। যদিও চলচ্চিত্রের সমালোচনা করা আমার কাজ নয়। তবে এই সিনেমাটি অসাধারণ, এটি বলতেই হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।