এসো ভালোবাসা, একবার হলেও তুমি এসো...তারপর না হয় চলে যেও...কারন ওটাই অনেক সহজ...
কালো হবে নাকি সাদা হবে... মোটা নাকি চিকন হবে... লম্বা হবে নাকি খাটো হবে... আমি আসলে জানি না... ভাগ্যে কি আছে? তবে আশা করি সে যেন অব্শ্যই আধুনিক মনের মানুষ হয়.... তার যেন একটা সহনশীল , ধৈর্যশীল , সমঝতাপূর্ণ একটা মন থাকে... তার সবকিছুই আমার ভাল লাগতে হবে ..তা যেমন না...তেমনি আমার সবকিছু তার ভাল লাগবে তাও না... কিন্তু দু জনকেই তা বুঝতে হবে.... আমি তার অতীত এ কোন ঘটনা নিয়ে যেমন কোন প্রশ্ন করবনা ... কিন্তু অবশ্যই বর্তমান নিয়ে কোন ঘটনা ঘটলে তার জবাব দিহীতা আশা করব... দায়িত্ব এবং কর্তব্য জিনিস দুটি সম্পর্কে তার ধারনা থাকতে হবে... সবথেকে বড় কথা দুজনের মাঝে যেন পরস্পরের প্রতি একটা বিশ্বাস এবং সম্মান থাকে... আশা করব কোন সিদ্ধান্ত নেয়ার আগে আবশ্যই সেটা আলচনা সাপেক্ষে হবে... কোন ভুল হলে শাস্তির বদলে যাতে সংশোধন করা হ্য়... আমার কাছে স্মার্ট আর সুন্দর চেহারার মানুষের থেকে ভাল মনের মানুষ বেশি ভাল লাগে.... কারন বিয়েটা কোন ছিনেমা না যে.... ২:৩০ ঘন্টা অভিনয়ের পর সব শেষ যাবে ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।