আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার গোজ টু বলিউডঃ আব তেরা ক্যায়া হোগা রে, কাল্লু?

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...
আগামীকাল রবিবার কি “স্লামডগ মিলিওনেয়ার” এবারের অস্কারে বিপুলভাবে পুরস্কৃত হতে যাচ্ছে? যদি ঘটনা তাই হয়, তবে অস্কার পুরস্কারের জন্য সেটা হবে একটা বিরাট আফচূস। বছরের সেরা ছবিটাই সবসময় অস্কার জেতে না, অস্কার নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের এটা একটা চালু সমালোচনা। আর এবার হয়তো আমরা এরকম একটা সমালোচনার উলটা ভাষ্য শুনতে পাবো--একাডেমী অব মোশন পিকচার্স-আমেরিকা, চাইলে যে কোন একটা গতানুগতিক ধারার ছবির গলাতেও অস্কার ঝুলিয়ে দিতে পারে। যে কেঊ পকেটে ভরে ফেলতে পারে মর্যাদার এই পুরস্কার। স্লামডগ ভাল লেগেছে, বৃটিষ পরিচালক আর বলিউডি কলাকুশলীদের নিয়ে তৈরী নিঃসন্দেহে উপভোগ্য, তবে তা প্রতি বছর বলিউডে যে গাদা গাদা ছবি মুক্তি পায় সে ধরনের একটা ভাল ছবি হিসাবে।

ভাল ক্যামেরা, বস্তির নিখুঁত বর্ননা, আর ভাল আবহ সঙ্গীত দেখে মুগ্ধ হওয়াই যায়, অভিনয়ও কিছু কিছু ক্ষেত্রে মানানসই- কিন্তু তাই বলে অস্কার? ভারতীয় কুটনীতিবিদ বিকাশ স্বরুপের লিখা কিউ এন্ড এ (Q&A) উপন্যাস অবলম্বনে লিখা কাহিনী থেকে নির্মিত “স্লামডগ মিলিওনেয়ার” ব্যাবসা হিসাবে সফল, এর মধ্যেই কামিয়েছে ৮০ মিলিয়ন ডলারের উপরে। ফলে হলিউডের বিগ নেমদের প্রজেক্ট- লেটস গো টু বলিউড- হিসাবে এই ছবি সফল। সোজা হিসাব বলিউডের বানিজ্য ২০১২ নাগাদ ৪ বিলিয়ন (সুত্রঃ বিজনেস উইক) ছাড়িয়ে যাবার একটা প্রেডিকশন এখানে কাজ করেছে, হলিউডের বর্তমানে এই বাজার ৯ বিলিয়নের সাথে তুলনা করলে সনি পিকচার্স, ওয়ার্নার ব্রাদারস, ডিজনী বা প্যারামাউন্ট পিকচার্সের আগামী গন্তব্য যে বলিউড হবে, তা অনুমান করাই যায়। প্রত্যেকেই এখন বলিউডে তাদের দোকান খুলেছে এবং চেষ্টা করছে বাজারের বড় ধরনের একটা অংশে কামড় বসাতে। ফলে স্থানীয় ছবিতে লগ্নি করে স্থানীয় কূশলীদের নিয়ে ছবি বানিয়ে তা আন্তর্জাতিক বাজারে প্রজেক্ট করার এরকম উদ্যোগ আমরা হয়তো আগামীতে আরও দেখতে পাবো।

কিন্ত আমরা যারা অস্কার মানে ভাল ছবি বুঝতে চাই, তাদের কি হবে? সুযুকির সাথে মারুতি মেনে নিয়েছি, হন্ডার বদলে চোখ সয়ে গেছে হিরো হন্ডায়—বাজার বোঝাই এখন ইন্ডিয়া আর চায়নার সস্তা মালে। তাই বলে এখন অস্কার মানে এ আর রহমান আর ডেভিড বয়েল? ইরফান খান অনিল কাপুরদের মেলোড্রামা আর এভারেজ বলিউডি মুভি লাইক কৃশ অথবা তারে জমিন পর? হায় খোদা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।