আমাদের কথা খুঁজে নিন

   

বউরে ভালোবাসি বউরে নিয়ে জোকস করতে পারলে দেশরে নিয়ে জোকস করতে পারুম না ক্যান? যে কারনে পারবেন না-

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । জনাব, দেশটা বউ না। মা। বউ ৪-৫টা হতে পারে, কিন্তু মা একটাই। জনাব জামিল আহামেদ, নব্য বিখ্যাত বনে যাওয়া প্রতিযোগি 'মিরাক্কেল আক্কেল চ্যালেন্জ- আপনার বাড়ি পাবনা তাই হেমায়েতপুর মানসিক হাসপাতালে আপনার জন্য একটা সিট বরাদ্ধ করা হবে।

মা আর বউ এর পার্থক্য বুঝার জন্য অন্তত কিছুদিন সেখানে থাকলেই চলবে। দেশপ্রেমটা অন্তরে থাকে, ধারণ করতে হয়। আপনি অক্ষম, ব্যপার না, আমার দেশেরই এক নাগরিক অক্ষম থাকবে তা আমরা মেনে নিই কিভাবে! আপনার জন্য সব ব্যবস্থা নেয়া হবে। দেশটা আমার, মা আমার, দলটাও আমার। বউ টা মা না, মায়ের সমকক্ষ না, বউকে ভালবাসা আর মা কে ভালবাসার মাঝে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান।

বউয়ের উপর রাগ করে তাকে নিয়ে মজা করতে, পচাঁতে গায়ে লাগে না, এটি নিয়মিত বিষয় অনেকের কাছে। কিন্তু মা! মাতৃভূমি? সদ্য বিখ্যাত হতে যাওয়া তিনি বলেছেন, ''বউরে ভালোবাসি বউরে নিয়ে জোকস করতে পারলে দেশরে নিয়ে জোকস করতে পারুম না ক্যান?'' যে কারনে পারবেন না- মাতৃভূমিতে আপনার জন্ম, বেড়ে উঠা, এর আলো-বাতাসেই আপনার জীবন। এটিকে নিয়ে জোকস করার অধিকার আপনার নেই। মাতৃভূমির প্রতিটি অঙ্গ মায়ের সমান, তাই আমাদের মানুষ, আমাদের দল, আমাদের অজর্ণ নিয়ে আপনার আশা বাধঁতে হবে, ভরসা রাখতে হবে, তাকে উপরে তোলার জন্য কাজ করতেহবে, তাকে সাহস দিয়ে গর্ব করার উপযুক্ত করতে হবে, তাকে নিয়ে মজা করে ফেলে দিয়ে নয়। বউ মরলে বউ পাওয়া যায়, মা পাওয়া যায় না।

দেশটা মা এটাই বড় কথা। স্বার্থপর কারা তার ইতিহাস এ জাতির ভাল করে জানা। ভালবাসা স্থান-কাল-পাত্র ভেদে নয়, কিন্তু মা যদি, খুড়া হয়, কাল হয়, পাগল হয় তাও তাকে আকঁড়ে রাখাটাই সন্তানের কাজ। তাকে ফেলে দিয়ে নয়। আমাদের দল নিয়ে আমরা গর্ব করি, আমাদের ছেলেরা ফিক্সিংএর অফার পেলে তা সরাসরি তার অভিবাবককে জানিয়ে দেয়, ভারত, পাকিস্থানের মত কারাগারে যাওয়ার বন্দোবস্ত করে না।

নিজের মা, মাতৃভূমির জন্য জান দিয়ে খেলে, হারলেও নিজেদের দোষ নিয়েই মাঠ ছাড়ে তার মা. মাতৃভূমিকে দোষ দেয় না। দিন দিন উন্নতির চূড়ার দিকে। সাকিবকে স্যালুট জানায় গোটা বিশ্ব। আর আপনার কাছে এটি মজা করার বস্তু? •» মিরাক্কেলে বাংলাদেশ «• এর প্রতিযোগিরা নিজেদের দেশের নাম, তাদের পরিচয় ও যোগ্যতা দিয়ে বাংলা ভাষার মানুষের মন জয় করেছে, দেশকে নিয়ে মজা করে, তাকে ছোট করে নয়। মীর আফসার আলী অন্য দেশের নাগরিক হয়েও আপনার দলের একজনের জন্য গভির ভালবাসা, শ্রদ্ধা, গর্বে বুক ভাসাচ্ছেন আর আপনার কাছে সেও মজার বস্তু! আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আপনার কাছে অর্থহীন ও ভারসাম্যহীন মনে হতে পারে।

কিসের সাথে কি মিলাচ্ছি মনে হতে পারে, কিন্তু এতক্ষণ যা বললাম এটাই বাস্তব ও সত্য। GET WELL SOON MAN. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.