আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতী - ভেতর বাহির ( এক যুদ্ধাপরাধীর বয়ান ) - মুভি রিভিউ - The Ghost Writer - ভেতর বাহির ( এক যুদ্ধাপরাধীর বয়ান ) - মুভি রিভিউ - The Ghost Writer

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
রোমান পোলানস্কি, অনেক দিন পর তিনি যাদু দেখালেন। নিয়ে এলেন মডেস্ট কিন্তু পারসুয়েসিভ একটি থ্রিলার। রাজনীতী কিংবা তার ভেতরের খবর কতটুকুই বা সাধারণ মানুষের জানার বা বোঝার মধ্যে থাকে। কিন্তু সেই রাজনীতীরই একটি কঠিন রূপ তিনি অতি চালাকির সাথে তুলে এনেছেন ঘোষ্ট রাইটার সিনেমার ভেতর দিয়ে।

ছবিটি দেখবার সময় কখনোই এর পরিণতি বা টুইষ্ট সম্পর্কে ধারণা পাওয়া যায় না। কাহিনী যতই সামনে এগুতে থাকে, ততই আপনি আপনার মতন একটা কনক্লুশনে আসতে চাইবেন, কিন্তু জেনে রাখবেন ছবিটির পরিচালক রোমান পোলানস্কি। যিনি হিচককের পরে সবচেয়ে খ্যাতিমান থ্রিলার সিনেমার পরিচালক হিসেবে গন্য হয়ে থাকেন। হ্যা, আপনি যা ধারণা করছেন কনক্লুশন সম্পর্কে তা মন থেকে ঝেড়ে ফেলতে পারেন, নয়তো দারূন ধাক্কা খেতে পারেন। তার নেতৃত্ব Ewan McGregor এবং Pierce Brosnan আছে।

Ewan McGregor এখানে অভিনয় করছেন যুক্তরাজ্যের এক্স-প্রাইম মিনিস্টার Adam Lang, যিনি তার স্ত্রী RUTH কে সাথে নিয়ে আমেরিকার একটি নির্জন দ্বীপে অবসর কাটাচ্ছেন, তার ঘোষ্ট হিসেবে। Adam Lang হিসেবে অভিনয় করেছেন Pierce Brosnan। একজন ঘোষ্ট রাইটার এর কাজ হচ্ছে কারো হয়ে তার জীবনী লিখে দেয়া, বিনিময়ে লেখার ক্রেডিট না চাওয়া এবং ব্যাপক অংকের টাকা সেলামী পাওয়া। এখানে ঘোষ্ট ও রাজী হয় টাকা পাওয়ার লোভেই। নয়তো যুদ্ধাপরাধী এক সাবেক প্রধানমন্ত্রীর জীবনী লেখার ইচ্ছা তার ছিলো না।

গল্পের শুরুতে এরাই কেন্দ্রীয় চরিত্র। মনে হতে পারে এদের মাঝেই স্মৃতি চারনা মুলক কোনো গল্পের শুরু হলো বলে। কিন্তু আপনি কি জানেন কেনো নতুন ঘোষ্টের আগমন। কারণ এর আগের ঘোষ্ট রহস্যজনক ভাবে মারা গেছে কিছুদিন আগে। এই মৃত্যুটিই অনেক রহস্যের জন্ম দেয়।

ঘোষ্ট লেখকের যেদিন আগমন সেদিন ই এডাম ল্যাংকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের জন্যে একটি আদালতে আবেদন জানানো হয়। ঘোষ্ট রাইটার জায়গা নেন ল্যাং এর অবসরকালীন ফার্ম এ। এখানে এসে দেখতে পান যুদ্ধাপরাধী ল্যাং কিছুটা নারী লিপ্সু ও বটে। ঘরে বউ আছে অথচ পার্সোনাল এসিট্যান্টের প্রতি তার আলাদা দরদ। সে দেখে ল্যাং এর স্ত্রী RUTH এর কান্না।

RUTH এর সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করার এক মুহুর্তে তারা কিছুতা অন্তরঙ্গ মূহূর্ত কাটায়। কিন্তু ঘোষ্ট রাইটার কি কখনো ভেবেছে তার শুখের দিন শেষ ! ! সে কি ভাবতে পেরেছে, যে বই সে লিখতে এসেছে, এই বই এর জন্যেই খুন হয়েছিলেন তার আগের ঘোষ্ট রাইটার ?? এডাম ল্যাং কি দায়ী এই খুনের জন্যে, নাকি অন্য কেউ ?? আর এই বইটির পেছনে হঠাৎ করেই এতো মানুষের আগ্রহ কেনো ?? তার পরিণতি ও কি হবে তার আগের ঘোষ্টের মতই ???? এখানে কি কোনো ভাবে ব্রিটিশ এক্স-প্রাইম মিনিষ্টার টনি ব্লেয়ার কে ই যুদ্ধাপরাধী হিসেবে দেখাতে চেয়েছেন রোমান, যে কিনা সিনেমার পি.এম এডাম ল্যাং এর মতই আমেরিকার গোলামী করে গেছেন, অবহেলা করেছেন ইরাক যুদ্ধ নিয়ে তার সহকর্মীদের মতামত ???? এর সব জবাব ই পাবেন সাসপেন্স এ ভরা এই মুভি থেকে। উপভোগ করুন পোলানস্কির আরেকটি ক্লাসিক। ডাউনলোড লিন্ক ISO Hunt Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।