আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখী আয়োজনঃ দক্ষিন কোরিয়া

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

(অনেকদিন আগের লেখা, পোষ্ট করা হয়নি। ভাবলাম আজ করি। ) দক্ষিন কোরিয়ায় পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা নিতান্তই কম।

আমরা যারা পড়তে এসেছি আমাদের বাংলায় বিনোদন তেমন করে নেই এখানে। সায়াহ্নে কলকাকলী সেরে পাখির ঘরে ফেরার মতো আমাদেরও দিনান্তে একটু সময় আপন করে নেয়া বাংলাদেশী সহপাঠির সাথে বা পরিচিত কারো সাথে। দিন বদলের স্বপ্ন আমাদের। স্বপ্নেরা ঘরে ফেরে না। সকালের সূর্য্যদেব আমাদের সাথে মিতালী করেন শহুরে নাগরিক জীবনে ভিনদেশী শুভ্র বাতাসে।

আমাদের চিরচেনা পুষ্পরেনু গায়ে পরেনা সে কতদিন! তবুও আমাদের নিঃস্বাসে সবুজের গন্ধ, বুকভরা আশা নিয়ে সোঁনালী ধানের পানে তাকিয়ে থাকা কৃষকের মতন আমাদের এগিয়ে চলা। একদিন কোন এক কাক ডাকা ভোরে নিজেকে পরিচিত সরষে খেতের মাঝে আবিস্কারের যাতনা মনে। আর তাই এবার বৈশাখে হ্রদয়ের টানে অথবা নস্টালজিক হওয়ার ভালবাসায় অথবা তেমন কিছুই নয় শুধুই নাড়ীর টানে, বৈশাখী মেলার টুংটাং শব্দের আবাহন নিজেদের মাঝে জাগাতে আমাদের এক হওয়া। অচেনা বন্দরে বিরিয়ানির সুবাস দিয়ে শুরু আমাদের। বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট খেলার ছলে শৈশবে ফিরে রোমাঞ্চকর স্মৃতি রোমন্থনের অব্যর্থ চেষ্টা কিংবা মেয়েদের মিউজিক্যল চেয়ার খেলার মাঝে ইচিং বিচিং কিংবা বউচি খেলার সময়গুলোকে নতুন করে ফ্রেমে বাঁধার আকুতি।

ভিনদেশী ছেলেমেয়েদের একান্তে হাত ধরে প্রেমের কথা বলার ধরনে বাংগালী মিশে যেতে পারেনা সহজে। আমরা বড় আবেগী। আর তাই ছবি সন্ধায় ‘মনপুরা’ নির্বাচনে আয়োজকদের বেগ পেতে হয় না। সোনাই এর সহজ সরল ভালবাসার কথন আর পরী’র ভালবাসার টানে ঘর ছাড়ার তীব্র বাসনা আমাদের নিয়ে চলে কৈশোরে বা সদ্য বিশ্ববিদ্যালয় পড়তে আসা নতুন যৌবনে, যখন ভালবাসার টানে ঘর ছাড়া নিতান্তই ছেলেখেলা। সোনাই আর পরী’র পরবর্তীতে কি হবে কোরিয়ান বা চায়নিজদের এই প্রশ্নের উত্তর সাবটাইটেল কতটা দিতে পেরেছে জানা হল না।

তবে তাদেরকে বাংলাদেশী সিনেমায় আগ্রহী করেছে এ ব্যাপারে নিশ্চত। মনপুরা আমাদের আপনজনদের কাছে কতটা নিয়ে যেতে পেরেছে জানি না তবে ‘সোনাই হায় হায়রে……’ গানটি যখন চলছিল, বাংলাদেশীদের নিরবে চোখ মোছা জানান দেয় আমরা বাংলাদেশকে কতটা ভালবাসি আর আমাদের সংস্কৃতিকে কতটা লালন করি আমাদের মননে এই ভিনদেশের মাটিতেও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।