আমাদের কথা খুঁজে নিন

   

বলেনতো ধর্ষনে দুনিয়ার কোন দেশ "ফার্স্ট" ??

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫

গতকালকে প্রথম আলোতে "আলো" নামক একটা মাদক বিরোধী (!!??) সংগঠনের সেই রকম মাদকতা পূর্ণ ফ্যাশন শো'র ছবি নিয়ে যে ব্যাপক পোস্ট হল সামুতে সেটাতো নিশ্চয় আপনারা ভুলে যান নি? যাইহোক, আমাদের সমাজের কিছু কুসন্তান যারা অন্ধভাবে পাশ্চাত্যের অনুসরণ করতে করতে পাশ্চাত্যে ওরা যা করে তাকেও ছাড়িয়ে যাওয়ার পায়তারা করছে, আর হালের দৈনিক পত্রিকাগুলো তাদের কাটতি বাড়ানোর জন্য নির্লজ্জের মত সেগুলো ছাপিয়ে নীচে আবার রসালো ক্যাপশন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমিও অনেকের ব্লগে মন্তব্য করেছিলাম।

আমি বলেছিলাম, "যেই নরাধম বাংলাদেশে এইসব ফ্যাশন শো'র আয়োজন করেছে, সে হয় সঠিক পথে আসুক নইলে ধ্বংস হয়ে যাক। আর যারা এর পিছনে তেল পানি ঢালছে, মানে যারা দেশের মেয়েদের তাদের শয্যাসংগী বানানোর প্রকল্প নিয়ে মাঠে নেমেছে, তারা হয় সঠিক পথে আসুক নয়তো ধ্বংস হয়ে যাক। এটা কি মাদক ছেড়ে নারীতে আসক্ত হওয়ার আহবান? নারী দেহের এই চরম অসম্মান এর বিরুদ্ধে এই দেশের সকল নারীকে প্রতিবাদ এবং প্রতিহত করার আহবান জানাচ্ছি। যারা নারীদের জন্য কাজ করেন তাদের অনুরোধ করছি, আপনারা নারীদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করুন, যাতে তারা নিজেরা নিজেদের সম্মান করতে শেখে। নয়তো নারী কখনোই সম্মান পাবে না।

"আলো" নামক সংগঠনটি অবশ্যই খুব অসভ্যতা করেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে প্রথম আলোও সেই অসভ্যতাকে প্রচার করেছে, এই দেশের সামাজিক মূল্যবোধের প্রতি কোন শ্রদ্ধা না দেখিয়ে। " মেজাজ চরম খারাপ হওয়াতে আমাদের এক সহব্লগারের এই বিষয়ের উপর দেয়া একটা পোস্ট ফেইসবুকেও শেয়ার করেছিলাম, যাতে মানুষ অন্তত তাদের প্রতিবাদ আর ঘৃণাটুকু জানাতে পারে। সেখানে লিখেছিলামঃ "Which direction Bangladesh is walking? Red alert of Global Warming !!! Let's take measures against these anti social elements..." মজার ব্যাপার হল বিভিন্ন মাত্রার কমেন্ট পেতে লাগলাম। এক বন্ধু লিখলেন, "অনেক দেশেই সমাজ স্বল্প বসনা নারীদের বেশ সহজ ভাবেই নেয় - পুরুষরা সব দিক থেকেই মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ধর্ষন, ইভ টিজিং, গৃহ নির্যাতনের মত বিষয়গুলোকে তারা খুব কঠোর হাতে দমন করে।

" তিনি আরো লিখলেন, "আমাদের সমাজে নাকি এই ধরনের অপরাধগুলোকে আমরা খুব সহজ ভাবে নেই এবং এটা অনেকটা আমাদের একটা "norm" হয়ে গিয়েছে। " তো তার এই কমেন্টটা পড়েই আমার মন একটু অনুসন্ধানী হয়ে উঠল, সত্যিই কি আমরা এরকম? সত্যিই কি উন্নত বিশ্বের ওরা এত ভাল? আসুন আমরা সেই প্রশ্নের উত্তর খুজি। পরের অংশটুকু শুধুই কপি পেস্ট এবং লিংক দেয়া থাকল। Rapes (per capita) (most recent) by country Showing latest available data. সূত্রঃ এখানে Rank Countries Amount # 1 South Africa: 1.19538 per 1,000 people # 2 Seychelles: 0.788294 per 1,000 people # 3 Australia: 0.777999 per 1,000 people # 4 Montserrat: 0.749384 per 1,000 people # 5 Canada: 0.733089 per 1,000 people # 6 Jamaica: 0.476608 per 1,000 people # 7 Zimbabwe: 0.457775 per 1,000 people # 8 Dominica: 0.34768 per 1,000 people # 9 United States: 0.301318 per 1,000 people # 10 Iceland: 0.246009 per 1,000 people # 11 Papua New Guinea: 0.233544 per 1,000 people # 12 New Zealand: 0.213383 per 1,000 people # 13 United Kingdom: 0.142172 per 1,000 people # 14 Spain: 0.140403 per 1,000 people # 15 France: 0.139442 per 1,000 people # 16 Korea, South: 0.12621 per 1,000 people # 17 Mexico: 0.122981 per 1,000 people # 18 Norway: 0.120836 per 1,000 people # 19 Costa Rica: 0.118277 per 1,000 people # 20 Venezuela: 0.115507 per 1,000 people # 21 Finland: 0.110856 per 1,000 people # 22 Netherlands: 0.100445 per 1,000 people # 23 Denmark: 0.0914948 per 1,000 people # 24 Germany: 0.0909731 per 1,000 people # 25 Bulgaria: 0.0795973 per 1,000 people # 26 Chile: 0.0782179 per 1,000 people # 27 Thailand: 0.0626305 per 1,000 people # 28 Kyrgyzstan: 0.0623785 per 1,000 people # 29 Poland: 0.062218 per 1,000 people # 30 Sri Lanka: 0.0599053 per 1,000 people # 31 Hungary: 0.0588588 per 1,000 people # 32 Estonia: 0.0547637 per 1,000 people # 33 Ireland: 0.0542829 per 1,000 people # 34 Switzerland: 0.0539458 per 1,000 people # 35 Belarus: 0.0514563 per 1,000 people # 36 Uruguay: 0.0512295 per 1,000 people # 37 Lithuania: 0.0508757 per 1,000 people # 38 Malaysia: 0.0505156 per 1,000 people # 39 Romania: 0.0497089 per 1,000 people # 40 Czech Republic: 0.0488234 per 1,000 people # 41 Russia: 0.0486543 per 1,000 people # 42 Latvia: 0.0454148 per 1,000 people # 43 Moldova: 0.0448934 per 1,000 people # 44 Colombia: 0.0433254 per 1,000 people # 45 Slovenia: 0.0427648 per 1,000 people # 46 Italy: 0.0402045 per 1,000 people # 47 Portugal: 0.0364376 per 1,000 people # 48 Tunisia: 0.0331514 per 1,000 people # 49 Zambia: 0.0266383 per 1,000 people # 50 Ukraine: 0.0244909 per 1,000 people # 51 Slovakia: 0.0237525 per 1,000 people # 52 Mauritius: 0.0219334 per 1,000 people # 53 Turkey: 0.0180876 per 1,000 people # 54 Japan: 0.017737 per 1,000 people # 55 Hong Kong: 0.0150746 per 1,000 people # 56 India: 0.0143187 per 1,000 people # 57 Qatar: 0.0139042 per 1,000 people # 58 Macedonia, The Former Yugoslav Republic of: 0.0132029 per 1,000 people # 59 Greece: 0.0106862 per 1,000 people # 60 Georgia: 0.0100492 per 1,000 people # 61 Armenia: 0.00938652 per 1,000 people # 62 Indonesia: 0.00567003 per 1,000 people # 63 Yemen: 0.0038597 per 1,000 people # 64 Azerbaijan: 0.00379171 per 1,000 people # 65 Saudi Arabia: 0.00329321 per 1,000 people Weighted average: 0.1 per 1,000 people বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষন হয় কোন দেশে? উত্তর এখানেঃ সূত্রঃ এখানে Rapes (most recent) by country Showing latest available data. Rank Countries Amount # 1 United States: 95,136 # 2 South Africa: 52,425 # 3 Canada: 24,350 # 4 Australia: 15,630 # 5 India: 15,468 # 6 Mexico: 14,373 # 7 United Kingdom: 13,395 # 8 Germany: 8,615 # 9 France: 8,458 # 10 Russia: 6,978 # 11 Korea, South: 6,139 # 12 Peru: 5,968 # 13 Spain: 5,664 # 14 Zimbabwe: 5,567 # 15 Thailand: 4,020 # 16 Argentina: 3,036 # 17 Venezuela: 2,931 # 18 Italy: 2,543 # 19 Belgium: 2,436 # 20 Japan: 2,357 # 21 Poland: 2,345 # 22 Sweden: 2,184 # 23 Colombia: 1,861 # 24 Netherlands: 1,801 # 25 Chile: 1,402 # 26 Indonesia: 1,372 # 27 Jamaica: 1,304 # 28 Papua New Guinea: 1,295 # 29 Turkey: 1,260 # 30 Romania: 1,253 # 31 Malaysia: 1,210 # 32 Sri Lanka: 1,202 # 33 Ukraine: 1,151 # 34 New Zealand: 1,059 # 35 Morocco: 1,015 # 36 Bolivia: 928 # 37 Belarus: 853 # 38 El Salvador: 842 # 39 Czech Republic: 653 # 40 Costa Rica: 633 # 41 Austria: 625 # 42 Hungary: 598 # 43 Bulgaria: 593 # 44 Norway: 555 # 45 Finland: 551 # 46 Denmark: 500 # 47 Switzerland: 484 # 48 Portugal: 433 # 49 Kyrgyzstan: 321 # 50 Tunisia: 306 # 51 Uruguay: 303 # 52 Zambia: 300 # 53 Namibia: 286 # 54 Burma: 223 # 55 Ireland: 218 # 56 Panama: 212 # 57 Moldova: 204 # 58 Lithuania: 188 # 59 Slovakia: 171 # 60 Croatia: 165 # 61 Nepal: 158 # 62 Oman: 115 # 63 Greece: 114 # 64 Latvia: 106 # 65 Hong Kong: 104 # 66 Slovenia: 98 # 67 Yemen: 80 # 68 Iceland: 74 # 69 Estonia: 73 # 70 Seychelles: 64 # 71 Saudi Arabia: 59 # 72 Georgia: 47 # 73 Albania: 45 = 74 Luxembourg: 39 = 74 Azerbaijan: 39 # 76 Armenia: 28 = 77 Mauritius: 27 = 77 Macedonia, The Former Yugoslav Republic of: 27 # 79 Dominica: 24 # 80 Cyprus: 13 # 81 Qatar: 12 # 82 Montserrat: 7 # 83 Malta: 5 # 84 Maldives: 2 Total: 329,708 Weighted average: 3,925.1 আর বাংলাদেশের পরিসংখ্যান দেখতে চাইলে এখানে ক্লিক করুন । ২০০৮ সালে বাংলাদেশে প্রতি ১০০০ এ ০.০৮৯২ জন মহিলা ধর্ষিত হয়েছে।

কি বুঝলেন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।