বিবর্ণ স্বপ্নচারী
দেখা হবে বন্ধু-
হয়ত আধাঁরে ঢাকা কোন নিশিতে।
জোনাকিরা হয়ত আলো জ্বালবে নতুন কোন সুখে,
ব্যঙ্গাচিরা ডেকে উঠবে নতুন কোন সুরে।
দেখা হবে বন্ধু দেখা হবে।
অপেক্ষাকে বল আর একটু অপেক্ষা করতে
রাত এখনও তো আর্ধেক বাঁকী।
শিশির কণারা তো এখনও শিক্ত করেনি,
প্রিয়ার লাল শাড়ী।
হাওয়া-রা এখনও দিক বদলায়নি ।
দেখা হবে বন্ধু দেখা হবে।
আবেগের লাগামকে একটু ধর-
নির্জিব ভালবাসা ফিরবে একটু সময় নিয়ে।
এখনও হয়নি যে যাওয়ার বেলা,
সন্ধ্যার এখনও যে আসতে কিছুটা বাঁকী।
দেখা হবে বন্ধু দেখা হবে।
নিষ্ঠুর নিয়তির কোল হতে বের হতেই
দেখা হবে তোমার সাথে।
দেখা হবে বন্ধু দেখা হবে।
হয়ত আমার সাথে না হয় মৃত্যুর সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।