শুরু থেকেই আমি এ ব্লগে ব্যান থাকতাম। তাছাড়া কাজের চাপে ব্লগ লেখার চান্স পাই না। এসেই দেখলাম সোনার বাংলা নামক নতুন এক ব্লগ বাং লা ব্লগ জগতে জন্ম নিয়েছে। ব্লগটি দেখলাম হুবহু সামহোয়ারের কপি পেস্ট। সে যাই হোক একটি একাউন্ট আইডি খুলবো কিনা চিন্তা করছি। আপনারা কি কন? যাব নাকি সোনার বাংলায়। কেই বলে ওই ব্লগটা মালিকা নাকি আওয়ামেলীগের,কেউ বলে বিএনপির,কেউ বলে জামাতি গো। আসলে কারা তৈরি করল সে ব্যাপারে কিছুই ঠিক করে জানতে পারলাম না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।