আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব বন্ধু দিবসে আমার প্রিয় তিনটি গান/ভিডিও/লিরিকস্

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
" হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার-আমার অন্য দিনের ভোরে " আগামীকাল বিশ্ব বন্ধুদিবস। প্রতিবছর আগষ্টের প্রথম রবিবার'কে বন্ধুদিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। প্রতিটি মানুষের কোন কোন ভাল বন্ধু থাকে। আর এই দিনটা হয়ে উঠে অন্যান্য দিনের থেকে আলাদা। হয়তো আজ রাত ১২ টা বাজতেই আপনি সব ভাল ফ্রেন্ডের শুভেচ্ছা জানাবেন ।

সারাদিন আড্ডায় মেতে থাকবেন, আনন্দ উল্লাসে ভরে থাকবে সারাদিন... সবমিলিয়ে ভাল কাটুক এই প্রত্যাশা সবার জন্য। সবাই'কে অগ্রীম শুভেচ্ছা বন্ধু দিবসের। বন্ধুদিবসে আমার প্রিয় তিনটি গান এবং লিরিকস্ আপনাদের সাথে শেয়ার করছি। । ।

১) বন্ধু তোকে মিস করছি ভীষণ শিল্পীঃ পার্থ বড়ুয়া একলা ঘর, ধূলো জমা গীটার পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র, টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন। তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা বৃষ্টির সাথেও এখন হয়না দেখা, থমকে যায় হয় মনে এইবুঝি এসে ডাক দিবি থমকে যায় পরক্ষনে, কেন হয় যে এমন। একলা ঘর, ধূলো জমা গীটার পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র, টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে ও বন্ধু তোকে মিস্‌ করছি ভীষণ তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন। ইউটিউবে ভিডিও দেখতে:- এখানে ক্লিক করুন অডিও গান ডাউনলোড করতে:- এখানে ক্লিক করুন ২) তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো শিল্পীঃ কণক ও কার্তিক তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো একটু বসিয়া থাকো আমি মেঘের দলে আছি ঘাসের দলে আছি তুমিও থাকো বন্ধু হে একটু বসিয়া থাকো… রোদের মধ্যে রোদ হয়ে যাই জলের মধ্যে জল বুকের মধ্যে বন্ধু একটা নিশূন্য অঞ্চল আমি পাতার দলে আছি ডানার দলে আছি তুমিও থাকো বন্ধু হে একটু বসিয়া থাকো… মেঘের মধ্যে মেঘ হয়ে যাই ঘাসের মধ্যে ঘাস বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস ইউটিউবে ভিডিও দেখতে:- এখানে ক্লিক করুন অডিও গান ডাউনলোড করতে :- এখানে ক্লিক করুন ৩) তবে বন্ধু নৌকা ভেড়াও শিল্পীঃ জেমস্ ও ফিলিংস্ তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার? তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা? তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার। তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা।

ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া- আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা? তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার। তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত। যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার। তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত। প্রিয়তমা হারা কেউ কি আছো? মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো? তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।

তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত। ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে- যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার। তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত। তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার? তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা? তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার। তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।

ইউটিউবে ভিডিও দেখতে:- এখানে ক্লিক করুন অডিও গান ডাউনলোড করতে :- এখানে ক্লিক করুন
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।