আমাদের কথা খুঁজে নিন

   

আর্তজনকে সহায়তার অঙ্গীকার

পরিকল্পনা ছিল আনন্দঘন আয়োজনের। বাস্তবতা বদলে দিল পরিবেশ। পরিকল্পনাও। সাভারে ভবন ধসে হতাহতের মর্মান্তিক ঘটনার বেদনা-বিষাদ ছায়া ফেলল অনুষ্ঠানে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২ বিতরণী অনুষ্ঠানটি পরিণত হলো সাভারের দুর্গতজনদের সহায়তার উদ্যোগে।

বারবার এল মর্মান্তিক এই দুর্ঘটনার কথা। গভীর সমবেদনা জানানো হলো হতাহত ব্যক্তিদের প্রতি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী থেকে দর্শক সবাই আপ্লুত হয়েছেন সাভারের স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের ঘটনার স্মরণে।
সাভারের দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন এবং যাঁরা আহত হয়ে চিকিত্সাধীন রয়েছেন, তাঁদের সাহায্যের জন্য তাত্ক্ষণিকভাবে তহবিল গঠনের ঘোষণা দেওয়া হলো। সহযোগিতার হাত বাড়িয়ে এলেন আয়োজক, শিল্পী এবং অনুষ্ঠান দেখতে আসা দর্শকও।

প্রাথমিক ঘোষণায় সেই তহবিলে জমা হলো অর্ধকোটি টাকার বেশি।
গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুরু হয়েছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৫তম আসর। ১৪ বছর ধরে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র, নাটক, সংগীতে অবদান রাখার জন্য পাঠকদের জরিপ ও সমালোচকদের বিচারে সেরা শিল্পীদের পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের সেরা শিল্পীদের তাঁদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এই অনুষ্ঠানের চমকপ্রদ পরিকল্পনা ও রুচিশীল পরিচ্ছন্ন পরিবেশনার জন্য দেশের অন্যতম সেরা একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে বিনোদনপিয়াসী দর্শক সারা বছর অনুষ্ঠানটির জন্য প্রতীক্ষা করে থাকেন।


সেই ধারাবাহিকতায় এবারও একটি আকর্ষণীয় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। বরাবরের মতোই শিল্পীরা দীর্ঘদিন অনুশীলন করে প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছিলেন। কিন্তু সাভারের আকস্মিক ভয়াবহ দুর্ঘটনার কারণে শেষ মুহূর্তে বদলে যায় অনুষ্ঠানের পরিকল্পনা।
অনুষ্ঠানে প্রবেশপথের সামনেই সাভার দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশালাকার কালো ব্যানার টানানো হয়েছিল। এ ছাড়া মঞ্চের উভয় পাশেও ঝুলিয়ে দেওয়া হয়েছিল সমবেদনা জ্ঞাপন করা কালো ব্যানার।

দর্শক ধারণ করেছিলেন শোকের প্রতীক কালো ব্যাজ। অনুষ্ঠানের শুরুতেই প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ওই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানালেন, দেশের ইতিহাসে মানবসৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে সব থেকে বড় এই বিপর্যয়ের পর আনন্দঘন একটি অনুষ্ঠান করা যায় কি না, তা নিয়ে প্রথম আলো গভীরভাবে ভেবেছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠান বন্ধ রেখে ঘরে বসে শোক প্রকাশের চেয়ে এই আয়োজনকেই সবাই মিলে মানবিক বিপর্যয়ের শিকার আর্তজনের সহায় করে তোলা হোক। এ কারণে নির্ধারিত কিছু পরিবেশনা বাতিল করা হয়েছে এবং এই অনুষ্ঠান হবে সাভার দুর্ঘটনার সাহায্য তহবিল সংগ্রহের জন্য। এরপর তিনি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
স্বাগত বক্তৃতায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সাভারের দুর্ঘটনায় এত মানুষ মারা গেছেন, যা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। কিন্তু জীবন থেমে থাকে না। প্রতিদিনের ঘটনা যুক্ত হয়। তার পরও এগিয়ে যেতে হবে।

ওই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা প্রথম আলোর পক্ষ থেকে বন্ধুসভা, প্রথম আলো ট্রাস্ট এরই মধ্যে কিছু কিছু ত্রাণ-তত্পরতা শুরু করেছি। কিন্তু দুর্ঘটনায় যে উপার্জনক্ষম মানুষটি প্রাণ হারালেন, যে চার শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন, যাঁদের দীর্ঘমেয়াদি চিকিত্সার প্রয়োজন এবং পরে তাঁদের দাঁড়ানোর জন্য আর্থিক সামর্থ্যের প্রয়োজন হবে, সেই বিষয়গুলোতেই আমরা তাঁদের সহায়তা দিতে চাই। সে কারণেই এই অনুষ্ঠান থেকে আমরা তাঁদের জন্য একটি তহবিল গঠন করেছি। সেই তহবিলে মেরিল-প্রথম আলোর পক্ষে দুই লাখ টাকা, প্রথম আলোর সব কর্মীর এক দিনের বেতনের দুই লাখ টাকা আমরা দান করেছি।

আসুন, আপনারাও হাত বাড়িয়ে দিন। অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। সবাই মিলে যদি আমরা ওই আহত মানুষগুলোকে সারিয়ে তুলতে পারি, একটি প্রাণ বাঁচাতেও সহায়তা দিতে পারি, তবে সেটিই একটি অনেক বড় কাজ হবে। ’
মেরিলের পক্ষে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর তাঁর বক্তৃতায় বলেন, ‘অমাবস্যার পরও সূর্যোদয় হয়। এই দুর্ঘটনার পরও জীবনের ধারা অব্যাহত থাকবে।

ওই ধসে পড়া ভবন থেকে মানুষ বেরিয়ে আসবে। কিছু বিবেকহীন সিদ্ধান্তের কারণে কতগুলো প্রাণ চলে গেল। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এখন আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে। স্কয়ার গ্রুপ আগেও নানা দুর্যোগে-দুঃসময়ে আর্তমানবতার কল্যাণে সহায়তা দিতে এগিয়ে এসেছে।

সাভার দুর্ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যেই ওষুধ ও আনুষঙ্গিক সামগ্রী নিয়ে ত্রাণের কাজ চালানো হচ্ছে। ’ তিনি সবাইকে সামর্থ্য অনুসারে দুর্গত ব্যক্তিদের সহায়তাদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এই অনুষ্ঠানে গঠিত তহবিলে ১০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
এরপর শুরু হয় পুরস্কার প্রদানের পর্ব। এটি সঞ্চালনা করেন মুনমুন।

শুরুতেই ছিল আজীবন সম্মাননা। বিশিষ্ট শিল্পী রামকানাই দাশকে এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননার এক লাখ টাকার চেক ও স্মারক তুলে দেন বিশিষ্ট শিল্পী ফেরদৌসী রহমান। উত্তরীয় পরিয়ে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। রামকানাই দাশ সম্মাননার অর্থ থেকে ২০ হাজার টাকা প্রথম আলো সাভার দুর্ঘটনা সহায়তা তহবিলে দেওয়ার ঘোষণা দেন।

ফরিদুর রেজা সাগর পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
বরাবরের মতোই এবারও চলচ্চিত্র, টিভি নাটক ও সংগীতের ১৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এ পর্বের সঞ্চালনা করেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন। এ সময় তাঁরা প্রায় সবাই সাভারে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

অনেকেই প্রথম আলোর আহ্বানে সাড়া দিয়ে হতাহত ব্যক্তিদের সাহায্য করতে সহায়তা তহবিলে অর্থ দান করেন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আনিসুল হক দর্শকদের জানান, মিলনায়তনের বাইরে দানবাক্স রাখা হয়েছে। দর্শক ইচ্ছা করলে নিজ নিজ সামর্থ্য অনুসারে সেখানে দান করতে পারেন। এ ছাড়া আগ্রহী ব্যক্তিরা অনুষ্ঠানের পরও প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে এই তহবিলে দান করতে পারেন।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর মাঝে মাঝে ছিল বিভিন্ন পরিবেশনা।

শুরু হয়েছিল প্রেমার পরিচালনায় নৃত্যসংগঠন ভাবনার শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে। এরপর বিভিন্ন বিভাগের পুরস্কারের ফাঁকে ফাঁকে ছিল বিষয়ভিত্তিক সৃজনশীল নৃত্য। তবে পুরো আনুষ্ঠানই ছেয়ে থাকল সাভারের শোকাবহ ঘটনার বিষাদে। পুরস্কারের প্রতিক্রিয়া জানাতে গিয়েও শিল্পীরা তুলে ধরেছেন এই দুর্ঘটনায় তাঁদের হূদয়বেদনার কথা। এমন বেদনাদায়ক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে বারবার তাঁরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপ্লুত হয়েছেন দর্শকও। অন্তর থেকে সাড়া দিয়েছেন এই আহ্বানে। অনুষ্ঠান শেষে অনেকেই এগিয়ে গেছেন সহায়তা দিতে তহবিল সংগ্রহের বাক্সের দিকে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.