আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

আলাদা দুটি মামলায় জামায়াত এর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় আজ সাঈদীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ । এ সময় তাকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। সাঈদীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। বিচারক তোফায়েল হাসান জামিনের আবেদন না-মঞ্জুর করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় করা অপর মামলায় সাঈদীকে মহানগর হাকিম রোকসানা বেগমের আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের গোয়েন্দা শাখা। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.