আমাদের কথা খুঁজে নিন

   

আইচ্চা ছাগুরে ছাগু কইলে এত্ত চ্যাতে ক্যা?

পাঙ্ক পাঙ্ক পাঙ্ক পাঙ্কু আমি বলি পাঙ্কা

ভাদারে ভাদা কইলে চ্যাতে না, বাকশালরে বাকশাল কইলে হালারা টেরও পায়না, আউমিলিগরে হাম্বা হেরাও কানে শুনে না। মাগার ছাগুরে ছাগু কইলে এত্ত চ্যাতে ক্যা? সেদিন দেখলাম এক সুশীল ছাগু হাফ হাতা ফুল হাতা নুনু হিসাব কইরা এক সাম্প্রদায়ীক পোস্টে নিজেরে খায়া না খায়া ছাগু ট্যাগিং থেকে বাচাইতে চাইতেছে। আরে ব্যাটা ছাগু হইছছ তো এত্ত ডরাছ ক্যা? কাঠাল পাতায় ঈমান নাই? ব্লগের ফাতায় ফাতায় এরম আরও অনেক সুশীলরে দেখছি, নিজের ল্যাঞ্জা লইয়া ব্যাপক টেনশনে। কখন কোন ফাকে ল্যাঞ্জা বাইরায় যায় সেই ভয়ে আধা মুখে আধা পেটে রাইখা বাত চিত করে। এমনে কি আর গ্যাষ্টিক হয়? তা বাজানরা ল্যাঞ্জা যখন ধারন করছ তাইলে ল্যাঞ্জা লুকানির দরকারটা কি? ইষ্ঠিলের আন্ডু দিয়া কয়দিন ল্যাঞ্জা লুকাইবা? পুলাপান আগে চেহারা দেইক্ষা এরবাদে পিছন চায়। ইস্টিলের আন্ডু দেইখা শিওর হয় তুমার ল্যাঞ্জা আছে কি নাই। তুমি বলদ যদি ভাবো ইশঠিল তুমারে রক্ষা করব তাইলে তুমি ভুল। ঐ ইস্টিলই তুমারে আগে কনফার্ম করব তুমার ল্যাঞ্জার এক্সিস্টেন্স।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।