আমাদের কথা খুঁজে নিন

   

দুপুরের ক্যাচাল বন্ধ- (পুলাপাইনা পুষ্ট) [সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পুষ্টে রাজনীতির ক্যাচাল নিষেধ

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ

ক্যাচলাইতে ক্যাচলাইতে যাগো মাথা গরম হইছে ত্যাগোর লেইগা একডু ঠান্ডা পানি। না খাইলেও চলবে। আমরা বুইড়া বান্দর গুলান যহন অমুক তমুক লইয়া চিল্লায়া ফাল পারি তহন পিচ্চি বান্দর গুলান কি করে তার কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা অনেক সময় অনেক মজার কান্ড ঘটায়। অনেক সময় নির্ভেজাল সত্য কথা বলে ফেলে।

সেই ধরণের কিছু ঘটনা নিম্নরূপঃ ঘটনা ১# বাবা : বাবু, তুমি কি দাঁত মেজেছো? বাবু : না বাবা। বাবা : কেনো ? বাবু : বাবা, টুথব্রাশ টা টয়লেটে পড়ে গেছে। বাবা তাড়াতাড়ি টয়লেটে গিয়ে অতিকষ্টে টুথব্রাশ উদ্ধার করলেন। বাবু : দাও বাবা দাঁত মাজি। বাবা : না, না, টয়লেটে পড়া টুথ ব্রাশ দিয়ে দাঁত মাজতে নেই।

বাবু : তাহলে তুমি ওটা দিয়ে কি করবে? বোতল পরিষ্কার করবে? বাবা : না। বাবু : তাহলে? বাবা : ফেলে দেবো। বাবু তখন ছুটলো বাবার বাথরুমে। নিয়ে এলো বাবার টুথব্রাশটা। বাবু : বাবা, এটাও ফেলে দাও।

বাবা : কেনো? বাবু : তিনদিন আগে তোমার টুথব্রাশটাও আমি কমোডে ফেলে দিয়েছিলামা। পরে তুলে রেখেছি। ঘটনা ২# মা একটা নতুন চেন গলায় পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলেন। মেয়ে এসে বলল : মা, এটা কি নতুন? মায়ের উত্তর : হ্যাঁ। মেয়ে : তুমি রোজ রোজ নতুন গয়না পাচ্ছো।

বাবা তোমাকে ভালোবাসে। আমাকে একদম ভালোবাসে না। মা : তাতে কি মা। আমি মারা গেলে আমার এই গয়নাগুলো সব তো তুমিই পাবে! মেয়ে গম্ভীর কন্ঠে বললো, মা তুমি কি আজ রাতে মারা যেতে পারো? ঘটনা ৩# বাসায় মেহমান এসেছে। মা তার জন্য বিস্কুট সাজালেন পিরিচে।

ছেলে বললো, মা সব দিয়ে দিচ্ছো? এই বিস্কুটটা আমার খুব প্রিয়। মা বললেন, দিই। সামনে রাখি। সবটা কি আর খাবে? মেহমান গল্প করছেন আর বিস্কুট খাচ্ছেন। হঠাৎ ছেলে কেঁদে উঠলো।

মা, হে তো সব খায়া ফালাইলো। ঘটনা ৪# এই ঘটনাটা ভি এস নাইপলের এ হাউজ ফর মিষ্টার বিশ্বাস থেকে নেয়া। এক পিচ্চি কাজ করে একটা মদের দোকানে। তার কাজ ছিল সকালবেলা ড্রাম থেকে মদ বিভিন্ন বোতলে ঢেলে রাখা। একই ড্রাম থেকে সে বদনা দিয়ে মদ ঢালতো; কিন্তু ঢালতে হতো বিভিন্ন বোতলে।

কোনোটাকে বলা হতো একশ বছরের পুরানো, কোনোটা পঞ্চাশ বছরের, কোনোটা ছয় মাসের, কোনটা গোল্ড, কোনোটা সিল্ভার, কোনোটা ভিষণ দামে বিক্রি হতো, কোনোটা সস্তায়। পিচ্চি এই অন্যায়টা মেনে নিতে পারতো না। তবু তাকে এই কাজটা করতেই হতো। প্রতিবাদে সে প্রত্যেক বোতলে ছিপি লাগানোর আগে একদলা থুতু দিয়ে রাখতো। হা হা হা.............


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।