আমি শিল্প ও সাহিত্যের লোক। ব্লগের বন্ধুরা আমাকে একজন কবি হিসেবেই পাবেন।
দুপুরের ক্ষণ
দূরাগত নিরবতা ঘনায়
জল কি পাথর
বহু পুরাতন কথামালা
বাইরে বেরিয়ে এসে অলস ঝিমায়
কথামালা বড় নিদ'য়
মনের বশবতী' শরীর তখন বিশ্রাম চায়
কবে কে বলেছিলো,
আপনাকে চিনি! বা, আপনি এমন!
আশ্চয' চিহ্নের মতো স্থির মুখচ্ছবি ভেসে ওঠে
তাকে কতোকাল দেখি না
দীঘ'শ্বাস যেন প্রশমিত কাম
এতো বেদনা ছিলো জীবনে
কে কবে ভেবেছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।