ধুর
অনেকদিন পর ব্লগে ঢুকেই দেখলাম কয়একজন প্রাইভেট ইউনিভার্সিটির পিছে লাগছেন। আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র তারা নাকি ফার্মের মুরগী। ধন্যবাদ এইগুলা বলার জন্য।
আসেন দেখি আমাদেরকে কারা ফার্মের মুরগী বানাইল।
তবে নিচের অংশগুলি পড়বার আগে আমার অনুরোধ শুধু মাত্র হাতে গোনা কয়েকটি নিন্মমানের প্রাইভেট ইউনিভার্সিটির কথা মনে করবেন না।
অন্য সব মোটামুটি মান থেকে ভাল মানের প্রাইভেট ইউনির কথা মনে করবেন। কারণ প্রাইভেটেও যেমন খারাপ ইউনি আছে, পাবলিকেও আছে।
প্রাইভেট ইউনিগুলাতে ক্লাস নেন কারা? এদের বেশীর ভাগই ঢা. বি. এর ছাত্র, তারপর থাকে চ. বি., রা. বি., জা. বি. ইত্যাদি। তারা কি তাদের শিক্ষকদের কাছ থেকে ফার্মের মুরগী পালা শিখছেন? যদি তাই শিখে থাকেন, তাইলে আমার প্রশ্ন, পাবলিকে কি ফার্মের মুরগী পালন করা শিখান হয়? ছাত্রর কথা ছাড়েন, এবার আসেন প্রাইভেট ইউনির বিভিন্ন বিভাগের প্রধানদের কথায়, তারা প্রায় সকলেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তারাও কি তাহলে ফার্মের মুরগী পালন করে যাচ্ছেন? যদি তারা তাই করে যান, তাহলে আমি বলব তারা পাবলিকে পড়িয়ে ফার্মের মুরগী পালন করায় হাত পাকিয়েছেন, তারপর প্রাইভেট এ আসছেন।
অনেক তো হল, এবার কিছু প্রকৃত উদাহরণ দেই।
তারপর যত খুশি আমারে গাইলায়েন।
এখানে হয়ত বলবেন যে প্রাইভেট ইউনি এর ট্রাষ্ট বা পরিচালকরা ঐ সকল শিক্ষকদের বাধ্য করেন ফার্মের মুরগী পোষানোর জন্য। আমার কথা, "অন্যায় যে করে, আর অন্যায় যে সহ্য করে, দুইজনই সমান অপরাধী। " আর অন্যায় কাজ করে টাকা নেওয়া কি হালাল/ভাল কাজ?
ডিবেট এর বিষয়ে কাউকে বলা লাগবে না। সবাই জানেন এর ব্যপারে।
বাংলাদেশে ডিবেট এ কারা এগিয়ে?
http://flynn.debating.net/colpoint.htm সাইট থেকে একটু দেখেন। প্রথম ৫০০ এর মধ্য নর্থ সাউথ ৫০, ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৩, ইন্ডপেন্ডন্ট ইউনি ২০২, ইসলামি ইউনিভার্সিটি অফ টেকনলজি ২০৩, আইবিএ ২১৫, ইস্ট ওয়েষ্ট ২২৫, বুয়েট ২৭০ তম অবস্থানে আছে। মোট আছে ৭টি ইউনিভার্সিটি, এর মধ্য ৪টি প্রাইভেট (সব থেকে ভাল অবস্থানে একটি) আর বাকি ৩টি পাবলিক। এখনো প্রাইভেট ইউনি এর ছাত্ররা কি ফার্মের মুরগী?
আমি বলবনা যে শুধু মাত্র ডিবেট দিয়েই ভাল খারাপ বিবেচনা করা যায়। কিন্তু গত ৩ বছরে বিভিন্ন প্রতিযোগীতার ফলাফল দেখুন দয়া করে।
(প্রতিযোগীতা বলতে বিভিন্ন রিপোর্ট রাইটিং, প্রজেন্টশন, পারফমেন্স ইত্যাদি প্রতিযোগীতা বুঝিয়েছি। )
আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু একটা কথা মনে পড়ে গেল, "চোরায় না শোনে ধর্মের কাহিনি"। তাই আর বলতে ইচ্ছা করতে ইচ্ছা করছে না।
যারা প্রাইভেট এর ছাত্র/ছাত্রীদের ফার্মের মুরগী বলছেন, তারা দয়া করে তাদের নিজেদের আর নিজেদের শিক্ষকদের আর পঁচায়েন না।
যারা মাইনাস দিবেন, একট্টু বলইলা দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।