আমাদের কথা খুঁজে নিন

   

পড়াইতে যাইয়া অহন নিজেই পড়ি

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

ক্লাশ টু তে পড়ুয়া ছাত্র কে সেকেন্ড টার্মের চার লাইনের টুইংকেল টুইংকেল কবিতা পড়াতে গিয়ে দেখি ওর ভাল করে হয় না অথচ আমার ই মুখস্ত হয়ে গেছে। কবিতাটা বেশ ভাল লাগে, পরে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখি আরো চার লাইন জোগার হয়ে গেল। প্রায় সারা দিনই কবিতাটা মনে মনে আওড়াতে থাকি যদিও সবার কাছে পুরোনো তার পরেও কিছু কিছু জিনিস কখনো পুরোনো হয় না, নিচের কবিতা দুটি মনে হয় তেমনই.... টুইংকেল টুইংকেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর! আপ এবাভ দ্যা ওয়ার্ল্ড সো হাই। লাইক অ্যা ডায়মন্ড ইন দ্যা স্কাই। হোয়েন দ্যা ব্লেজিং সান ইজ গন, হোয়েন দেয়ার ইজ নাথিং হি শাইনস্ আপোন, দেন ইউ শো ইয়োর লিটল লাইট, টুইংকেল টুইংকেল থ্রো দ্যা নাইট। টুইংকেল টুইংকেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর! ছাত্রের নার্সারিতে পড়ুয়া বোন নীলাকে জনি জনি কবিতাটা পড়তে শুনে সেটাও মুখস্ত করে ফেলেছি জনি জনি? ইয়েস পাপা ইটিং সুগার? নো পাপা টেলিং লাই? নো পাপা ওপেন ইওর মাউথ হাহঃ হাহঃ হা.... জানি না ইমো গুলো ঠিক হলো কিনা, কিন্তু আমার মনে হয়েছে এরকমই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।