থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
বর্তমানে পারিবারিক গঠন এমন হয়ে দাঁড়িয়েছে যে শিশুদের বেড়ে ওঠার জন্য একটি পরিবারে শুধুমাত্র বাবা আর মা-কেই কাছে পায়। আগেরকার দিনের একান্নবর্তী পরিবার ভেঙ্গে গেছে বা যাচ্ছে। বেশীরভাগ পরিবার দুই বা তিন কক্ষের ছোট বাসায় বাস করছে। শিশুদের জগতটা ধীরে ধীরে কম্পিউটার আর স্কুলে যাতায়াতের ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়ছে।
আমরা যারা নিজেদের সমাজের দায়িত্ববান বলে মনে করছি, তারা বিভিন্ন কায়দায় শিশুদের খেলার মাঠগুলো ভরে বাড়ি তৈরী করছি। নাগরিক জীবনের পদে পদে বাধা-বিঘ্ন তৈরীর সকল আয়োজন শেষ করে এনেছি। আমাদের এই দূরদর্শীতার কারনে আজ একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছে, বাচ্চারা খেলার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, খোপের ভেতরে বাস করতে করতে তারা সুস্থ-স্বাভাবিক মানুষ হিসাবে বেড়ে উঠতে পারছে না, পারিবারিক কলহ আর নোংরামী দেখে দেখে তাদের কোমল মন বিষিয়ে উঠছে।
আমাদের মুক্তির উপায় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।