মুন রিভার ... বিশৃংখল রাজপথে রাত শৃঙ্খলিত মন, বেহিসেবি যানবাহনের উৎকট সাজগোজ পাশের এম্বুলেন্সে শুনি মৃত্যুর সাইরেন মুহূর্ত ঘুনপোকার কাছে নিচ্ছে তোমার খোঁজ! তুমি তখন গেটলকে লক, জানলাতে বিমর্ষ তুমি তখন সি এন জি-তে সবুজ জালে ভস্ম তুমি তখন ট্রাফিক জ্যামে ঘুরপাক খাও ধুলো বাসের জন্য পথের ধারে অজস্র মুখগুলো! এসব দেখি, সিগনালে রঙ বিষাদী বর্ণন জ্বলছে নিভছে হ্যাজাক বাতি বলছি যাকে চোখ এই নগরে নিয়ম ভাঙ্গার বান ডেকেছে আজ রাতের তিলোত্তমায় এখন যান্ত্রিক সম্ভোগ! সম্ভাবনার অপার দেয়াল, ক্লান্ত হাসিমুখে ওভারব্রিজে আকাশ দেখে অন্ধ তীরন্দাজ নগরীতে শীতের জাহাজ মাস্তুল আলোচনা খরকুটো সব ভাসিয়ে নেবার মিথ্যে রঙের সাজ! রাতের ভাবনা, বৃত্তবন্দী শব্দ পাখির সুর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।