আমাদের কথা খুঁজে নিন

   

'মিরাক্কেলে বাংলার ক্রিকেটকে ব্যাঙ্গ করে যে জোকস গুলো বলেছিল "জামিল আহমেদ" তার কয়েকটি ....'

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... জী বাংলার কমেডি শো 'মীরাক্কেল' জনপ্রিয়তায় পায় শুধু এ দেশিয় মেধাবী পারফর্মারদের কারণেই 'মীরাক্কেল' অনুষ্ঠানটিও এখন এ দেশের দর্শকদের কথা মাথায় রেখেই করছেন নির্মাতা। কিন্তু এবারের 'মীরাক্কেল'-এর আঙ্গিক আর উপস্থাপকের অতি মাত্রায় ভাঁড়ামি দেখে দর্শকেরাও বিমুখ হতে শুরু করেছে ক্রমশ। বাংলাদেশের জনগণকে অসংখ্যবার আনন্দ-বেদনা-ভালোবাসার সুনামিতে ভাসিয়েছেন আমাদের টাইগাররা। আমাদেরকে এক সূতোয় গেঁথেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে তাই আমাদের ঋণ শোধিবার নয়।

দল-মত-ধর্ম-জাত নির্বিশেষে বাংলাদেশীরা এক সাথে হেসে ওঠেন এই ক্রিকেটারদের সাফল্যেই। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই টাইগারদের সুবাদেই নতুন করে স্বপ্ন দেখে বাংলাদেশ। অথচ এই খেলোয়াড়দেরকেই বিদেশের মাটিতে একটি অনুষ্ঠানে খেলো করলেন এক স্বদেশী। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মিরাক্কেলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ব্যাঙকারী নোয়াখালী "জামিল হোসেন" না, সে পাবনার "জামিল আহমেদ"। জামিল হোসেন গতবারের প্রতিযোগী ছিলেন, আর জামিল আহমেদ এই বারের, সবার জানার জন্য জোকস গুলোর মধ্যে কয়েকটির স্ক্রিপ্ট দিয়ে দিলাম, ঐ পর্বে তার প্রায় সব জোকসই ছিল এদেশের ক্রিকেটকে ব্যাঙ্গ করে...... ১) সেদিন আমার বউ আমাকে বললো, ‘আচ্ছা সারাদিন ধরে তুমি কী করো?' আমি বললাম, 'এবার বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতেই হবে’।

কী? জোকটা এর পরেও আছে ভাবছেন? ২) আপনার পছন্দের সুন্দরী রমনীকে কাছে পেয়ে আদর করাটা হচ্ছে ৬ বলে ৩৭ রান দরকারের মত। একটাই ভরসা, তবু তো বাংলাদেশের বোলাররা আছে! ৩) বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল কোথায়? কখন আসছে, কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ৪) আশরাফুলের ছেলে আশরাফুলের বৌকে বললো, 'মা, মা, মা, দেখে যাও। বাবা ছয়ের পরে ছয় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে'। এই শুনে আশরাফুলের বৌ বললো, 'সোনা, অনেক বড় হয়েছো।

যাকে তাকে বাবা বোলো না। ' (বাকি জোকসগুলো আর প্রকাশ করা হলো না। ) ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।