আমাদের কথা খুঁজে নিন

   

মিরাক্কেলে ইন্ডিয়ান নোংরা গুটিবাজিটা কি ধরতে পারলেন ?

তুমি আমি আমরা ...... ইন্ডিয়ান গুটিবাজিটা কি ধরতে পারলেন ? জামিল আহমেদকে দিয়ে আজ মিরাক্কেলে হাত জোর করে ক্ষমা চাওয়ানো হল । এইটা দেখে আমরা যারা তৃপ্তির ঢেঁকুর তুলছি তারা কি একটু খেয়াল করে দেখবেন অপমানটা কার গায়ে লাগলো ? সারা ইন্ডিয়ার মানুষ দেখলো বাংলাদেশের একজন প্রতিযোগী আগের পর্বে নিজ দেশের জান ক্রিকেট নিয়া রঙ তামাশা কইরা জনগনের পুন্দানি খাইয়া পরের পর্বে তার ভুলের জন্য হাতজোড় কইরা ক্ষমা চাইতাছে । আর ঐদিকে ফাক তালে কলকাতার দাদা দিদিরা তুলসি পাতায় কুল্কুচি কইরা মজা লুটতাছে ! ব্রাদার এন্ড সিস্টার্স , কয়েকটা বিষয় ভালোমতো খেয়াল করেন । জি বাংলার নোংরামি বিষয়বস্তু পানির মতো পরিস্কার হবে । আমরা সবাই জানি মিরাক্কেলে গ্রুমাররা আছে ।

তাদের কাজ প্রতিটা প্রতিযোগীকে পারফর্মেন্সের আগে ট্রেনিং দেয় । পারফর্মাররা পারফর্ম করবার আগেই তাদের কাজ দেখায় কতৃপক্ষকে । কারন এর উপর বেস করেই পারফর্মারদের মেক-আপ , মিউজিক আরেঞ্জমেন্ট ঠিক করা হয় । এতকিছু করবার পরই কোন পারফর্মাররা পারফর্ম করে । শুধু তাই না ।

প্রতিটা অনুষ্ঠান ধারন করা হয় ফাইনাল প্রচারের কিছুদিন আগেই । এর পর সেটা এডিটিং প্যানেলে কাটছাঁট করে টিভিতে দেখানো হয় । অর্থাৎ কন কিছুই হুট করে করা হয় না । প্ল্যান সাজিয়ে তারপরই একটা মিরাক্কেল পর্ব দর্শকদের কাছে প্রচার করা হয় । এখন চলেন ভাইসব দুয়ে দুয়ে চার মিলাই ।

উপরের আলোচনা থেকে নিশ্চিতভাবে বুঝা যাচ্ছে মিরাক্কেলের গ্রুমাররা মানে মিরাক্কেল টিম অর্থাৎ জি বাংলা কিন্তু আগে থেকেই জানতো জামিল সাব এই কাণ্ড করবে । ( কে জানে সম্পূর্ণ ক্রিপ্ট জামিল মিয়াকে সাপ্লাই করছে কিনা ) জামিল আহমেদের সেই গায়েপড়া বস্তাপচা জোকস মিরাক্কেল প্রচার করবার অনমুতি দিয়েছে সুকৌশলে পরিকল্পিতভাবে । তারা এতদিন যাবত তারা অনুষ্ঠান করছে , সুতরাং তাদের এমন ভুল মানায় না । তারা এমনটা করছে কারন তারা জানে কোনটা নিয়ে সমালোচনা হবে । ইন্ডিয়াকোনটা দিয়া তাদের বেবসা আর চাঙ্গা করা যাবে সেটা তারা আপ্নে আমার চেয়ে ভাল বুঝে ।

তারা জামিলকে ময়দানে নেংটা কইরা ছাইড়া দিল । আর জামিল সাব লোভে পইড়া নেন্টুত্ব কবুল করলো । -- Z বাংলা এমনটাই চাচ্ছিল । সমালোচনা হোক । বাংলাদেশ ক্রিকেট নিয়ে ব্যাঙ্গটা আলোচনায় আসুক ।

কারন তারা ভালোমতো জানে বাঙ্গালী ক্রিকেট অন্তপ্রান । সেটাকে তারা ট্রাম কার্ড হিসেবে ব্যাবহার করলো । বাংলাদেশকে নিয়ে তাদের এই ইচ্ছাকৃত ব্যাঙ্গের আরও বড় প্রমান পাওয়া তারা সেদিন কিন্তু জামিলকে এবং সাথে আরেকটা ছেলেকে সেই পর্বের পর ২৫০০০ টাকা প্রাইজ মানি দিয়েছে সেরা পারফরমার হিসেবে । মানে তারা উৎসাহ দিচ্ছে – “ সাব্বাস বেটা , তুই নিজে দেশকে পুটু মারতে পারছস । ঠিক যেমনটা আমরা চাইছিলাম ।

সাব্বাস “ সেই একটা সূক্ষ্ম গেইম খেলে কিন্তু তারা সহজেই পিছন দিক দিয়ে দিয়া বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁশ দিয়া দিল এবং সেই সাথে তাদের প্রোগ্রামের TRP আকাশ সমান বাড়িইয়ে নিল । অথচ Z বাংলা মিরাক্কেল রয়ে গেল পর্দার আড়ালে ! কেউ তাদের দোষারোপ করবে না । সব দায় তারা চাপিয়ে দিয়েছে বাংলাদেশী গাধা জামিল আহমেদের উপর । হাতজোড় করে ক্ষমাও চাওয়িয়ে নিয়েছে । এর ফলে তারা দেবতার আসনটা পাকাপোক্ত করে নিল ।

আর আমরা ? দুদিন ফেইসবুকে ঝড় তুলে তৃতীয় দিন থেকে আবার “ মিরাক্কেল “ “ রাশি “ “ সাত পাকে বাঁধা “ দেখা শুরু করবো । ভুলে যাবো পুরানো ক্ষত ! রবীন্দ্রনাথের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধু ঠিক উ বলেছিলেন -- " সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি" বাঙ্গালীর সংখ্যা বাড়ছে কিন্তু উক্তির মাজেজা পরিবর্তন হয় নি । আসলেই কি তা ! চলুন Z বাংলা সহ সকল ইন্ডিয়ান চ্যানেলকে না বলি ! হয়তো এইটাই প্রতিবাদ জানানোর সেরা সময় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।