শিশুদের নিরাপদ জীবন চাই,চাই খোলা আকাশের নিচে বসবাসরত সকল শিশুর আবাসন।।
জীবনের সবটুকু সময় লেখাপড়া এবং বন্ধুদের সাথে অড্ডা দিয়ে শেষ করলো । কখনো সংসার বিয়ে মাথায় আসেনি হঠাৎ তার ভাব হয় এক কিশোরী মেয়ের সাথে । অতপর বিয়ে ঘরে নতুন বৌ সাবই খুশী হঠাৎ বৌ এর সাথে কথাকাটাকাটি ছলে গেল বাড়ি চেড়ে। কষ্টটা শুধু জয়েল পায়নি পেয়েছে তার মমতাময়ী মা। যে মা তার মেয়ের মত দেখেছিল ছেলের বৌকে । হয়তো সে আসবে কিন্তু ফিরে আসবে না জয়েলের মনের সে অন্ধভাল বাসার দ্বেবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।