আমাদের কথা খুঁজে নিন

   

আলো আমাদের ঘরের ভেতর পৌঁছায় কিভাবে?

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার

আমরা জানি, আলো সরল রেখায় চলে। কিন্তু দিনের বেলায় আমাদের ঘরে সূর্যের আলো তো সরল রেখায় প্রবেশ করে না। তাহলে ঘরের ভেতর আলো পৌঁছায় কিভাবে? আলো সবসময়ই সরল রেখায় গমন করে। তবে চলার পরে তা কোনো কঠিন কিংবা তরলসহ অন্য কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হলে তা থেকে প্রতিফলিত বা মাধ্যম কর্তৃক শোষিত হয়। এই যেমন, আমরা জানি সূর্যের আলো সাতটি বর্ণের আলোর রশ্মির সমষ্টি।

এ আলো যদি কোনো কালো রঙের বস্তুর উপর আপতিত হয় তাহলে ঐ আলোক রশ্মির শোষণের পরিমাণ বেশি হবে এবং প্রতিফলনের পরিমাণ স্বাভাবিকভাবেই কম হবে। এখন এই আলোক রশ্মিটি যদি কোনো সাদা রঙের বস্তুর উপর আপতিত হতো তাহলে প্রতিফলনের পরিমাণ বেশি হবে এবং স্বাভাবিকভাবেই শোষণের পরিমাণ কম হবে। ফলে মাধ্যমের শোষণ ক্ষমতা বা প্রতিফলন ক্ষমতার উপর আপতিত আলোকরশ্মির উজ্জ্বলতা নির্ভর করে। আবার আলোকরশ্মি যদি মাধ্যমের কোনো তলের উপর সমকোণে আপতিত হয় তাহলে তা আবার সমকোণে আপতিত পথ বরাবর প্রতিফলিত হবে; কিন্তু আপতিত আলোক রশ্মির আপাতন কোণের মান যদি সমকোণে না হয়ে কম বেশি হয় তাহলে এ আলোকরশ্মির পথটিও একটু ভিন্ন হবে। সূর্য হতে আলো সোজা পথ বরাবর আসলেও তা আমাদের ঘরের দেয়াল কিংবা দরজা-জানালা বা আশপাশে অবস্থিত অন্য কোনো মাধ্যমে বক্রভাবে আপতিত হয়ে বক্রপথে প্রতিফলিত হবে, তবে তার গতিপথ সব সময়ই সোজা থাকবে।

আর আলোকরশ্মির এ আপতন কোণের ভিন্নতার বা বক্রভাবে আপতিত হওয়ার কারণে এর যে প্রতিফলন ঘটে তার জন্যই আলো আমাদের ঘরে বা সর্বত্র ছড়িয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।