আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছুরিত আলো

আকাশ আমার সব দৃষ্টির শেষ সীমানা। ঐ আকাশকে আমার চোখে বর্ণালী করে দেখতে চাই।

আমি অনেক নারীর মুখচ্ছবি থেকে আলো ঠিকরে পড়তে দেখেছি । সূর্য্যের আলো দিন প্রসব করে আধারের পেট থেকে চন্দ্র স্নিগদ্ধতা দিয়ে আবেগী করে তোলে কারো কারো হৃদয় । মোমের আলো সফলতার প্রতিকরূপে জ্বলতে দেখেছি, কখনো শোকের প্রতিনিধি হয়্, অনেক মঞ্চে, কখনো কারো হাতে, অথবা অন্য কোথাও । তবে এ আলো অন্য আলো, এ আলো না জ্বললে আকর্ষ্ণ না করলে পৃথিবী মানব শূণ্য হবে নিশ্চয়ই একদিন । তাই ভালোবাসা, মমতা, শ্রদ্ধ্যা তোমায় হে রমনী বিচ্ছুরিত আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।